পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ཨཱརྨ་ཤབ་ 多郡密 · মধুসূদন দত্ত অন্ত্যেষ্টি-ক্রিয় ও সমাধি ‘মধুসূদনের মৃত্যু-সংবাদ বিদ্যুৎগতিকে শহরময় রাষ্ট্র হইয় পড়িল। .মধুস্থান রবিবার অপরাহ্লে মানবলীলা সম্বরণ করেন। অবিরাম জন-সমাগমে, খ্ৰীষ্টীয় ধৰ্ম্মযাজকগণের মতভেদ ও বাদামুবাদে, বন্ধুগণের পরামর্শ প্রভৃতি নানা কারণে সেই দিন তাহার অন্ত্যেষ্টি-ক্রিয়া সম্পন্ন হয় নাই। র্তাহার মৃতদেহ পুষ্পাচ্ছন্ন করিয়া ২৪ ঘণ্টারও অধিককাল মৃতাগারে সুরক্ষিত হইয়াছিল। ব্যারিষ্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় কবির শ্মশান-যাত্রার যাবতীয় ব্যবস্থা করিয়াছিলেন। পরদিন ৩ জুন সোমবার (খ্ৰীঃ ১৮৭৩) অপরায়ে মধুস্থানের মৃতদেহ টমাস এও কোম্পানী লোয়ার সাকুরীপাড় সমাধিক্ষেত্রে সমাধিস্থ করিবার জন্য ইয়া গেলেন। যান্টিার উমেশচন্দ্র বদ্যোপাধ্যায় প্রমুখ মধুসূদনের ব্যারিষ্টার বন্ধুগণ র্তাহার কন্যা-পুত্র জামাতা ও অন্যান্য কুটুম্বগণ, বিদ্যালয়ের বহু ছাত্র এবং তাহার স্বদেশবাসী প্রায় সহস্র ব্যক্তি ধীরে—নীরবে--সাশ্রনয়নে তাহার শবাধারবাহী মন্থরগতি শকটের অনুগমন করিয়াছিলেন।... “যখন মধুসূদনের অস্থ্যেষ্টির বিষয় লইয়া খ্ৰীষ্টান-সমাজে তুমুল আন্দোলন চলিতেছিল, যখন মতভেদ-নিবন্ধন পাদরিগণ লর্ড বিশপ মহোদয়ের অনুমতি গ্রহণের জন্য যুক্তি ও পরামর্শ করিতেছিলেন,— তৎপূর্বেই সেন্ট জেমস্ গির্জার ধৰ্ম্মাচাৰ্য্য (Chaplain) রেভারেও ডাক্তার পিটার জন জার্বে স্ব-ইচ্ছায় মধুসূদনের অস্তুে?-নিৰ্ব্বাহের নিমিত্ত বদ্ধপরিকর হইয়াছিলেন। তিনি কাহারও बज्राश्ड গ্রাহ করেন নাই। এমন কি, তিনি মধুস্থদনের পারলৌকিক ক্রিয়ার নিমিত্ত লর্ড বিশপের অনুমতির অপেক্ষ রাখেন নাই। মধুসূদনের অস্ত্যেষ্টি-সমস্তার সময় মহামতি জাৰ্ববো নিৰ্ভীক চিত্তে মতবিরোধী পাদরিদিগকে বলেন