পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৪৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

sts মধুসূদন দত্ত Rrection Fund ) নামে একটি কমিটি গঠন করিয়া, স্বৰ্গীয় নরেন্দ্রনাথ লেনকে সেক্রেটারী নিযুক্ত করিয়া চাদ সংগ্ৰহ করিতে আরম্ভ করিলেন। মহারাণী স্বর্ণময়ী, ভাওয়ালের রাজা রাজেন্দ্রনারায়ণ রায়, মহারাজা স্তর ৰতীক্রমোহন ঠাকুর, সেরপুরের হরচন্দ্র চৌধুরী প্রমুখ ধনকুবের রাজা-মহারাজা হইতে পল্লীনিবাসী সামান্ত গৃহস্থ পৰ্য্যন্ত মধুসূদনের সমাধি নিৰ্ম্মাণে সাহায্য করিয়া কবির প্রভি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করেন। “এই স্থানে সমাধিস্তম্ভ নিৰ্ম্মাণ-কমিটি সম্বন্ধে দুই-চারিটি কথা বলা stays Mojo Hfqāšîă (Central Bengal Union) Tojo প্রথমে কমিটি গঠন করিয়া স্বগীয় নরেন্দ্রনাথ সেনকে তাহাদের অবৈতনিক সম্পাদক এবং ধনাধ্যক্ষ নিযুক্ত করিয়া কাৰ্য্য আরম্ভ করেন। কিন্তু মধুসূদন যশোহরের অধিবাসী বলিয়া যশোহর-খুলনা-সম্মিলনী তাহাদের সহিত একযোগে কাৰ্য্য করিবার জন্য স্বীকৃত হইলে, পূৰ্ব্বোক্ত সম্মিলনী পরমালাদে তাহাজের সহিত একত্রীভূত হইয়া কাৰ্য্য করিতে সম্মত হন। দেশের আপামরসাধারণ এ কার্য্যে সোৎসাহে অর্থ প্রদান করাতে অচিরে র্তাহাদের সঙ্কল্প সিদ্ধির উপায় হইল। . “কমিটির সুংগৃহীত অর্থে কলিকাতার স্বপ্রসিদ্ধ ভাস্কর ও স্তম্ভfríttetừ Messrs. Llewelyn and Co. FfH Haff gras xinx . .মর্থর নির্মিত সমাধিস্তম্ভ সংস্থাপিত করিলেন ; ১৮৮৮ খ্ৰীষ্টাব্দের ১লা ডিসেম্বর তারিখে ব্যারিষ্টার মনোমোহন ঘোষ মহাসমারোহে সাধারণের সম্মুখে মধুসূদনের সমাধিস্তম্ভের আবরণ উন্মোচন করিলেন । এই দিন ৰঙ্গদেশের একটি স্মরণীয় দিন।-- g

  • উপস্থিত নর-নারীগণ সমাধিস্তম্ভে উৎকীর্ণ কবির স্বরচিত সমাধিলিপি (Epitaph) পাঠ করিতে লাগিলেন। কবির আত্মা সমাধির আলক্ষ্যে থাকিয়া বাঙ্গালার পথিককে সম্বোধন করিয়া বলিতেছেন :–