পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৫৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ቕ። দিলিল মন চিাপ্য প্রকাশ হয়ে থাকে, ৰােধ ক্ষয় তা ভাই। বছৰবেশি ভর্তিমান কোর না। আমার এই পৰীখানি কাহাকেও দেখিও না। cठांगांग्न थशूद्रद्ध ‘नूनं, अdशझ१ १७०१] শ্ৰীবেহারিলাল চক্রবর্তী ९ م-ر বন্ধু দ্বিজেন্দ্রনাথ যাহাতে রচনা-প্রতিযোগিতায় (দ্র” “তত্ত্ববোধিনী পত্রিকা, ১৭৮৬ শক বৈশাখ, পৃ. ১৬ “বিজ্ঞাপন”) পুরস্কার লাভ করিতে সক্ষম হন সেজন্ত বিহারিলালের যে ঐকাস্তিক আগ্রহ নিম্নোদ্ভূত পত্রাংশে প্রকাশ পাইয়াছে তাহা আমাদিগকে মুগ্ধ করে। যেভাবে বন্ধুকে তিনি উৎসাহ প্রদান করিয়াছেন তাহ তাহার সঙ্কল্পের দৃঢ়তারও ষ্ঠোতক : ১২৭১ সাল ১৫ই জ্যৈষ্ঠ প্রিয় সখা সমীপেৰু ইহার মধ্যে একদিন তোমার সঙ্গে সাক্ষাৎ করিবার নিমিত্তে আমার অন্ত:করণ অতিশয় উংস্কক হইয়াছিল, কিন্তু ধৰ্ম্মসংক্রান্ত প্রবন্ধ রচনারূপ গুরুতর ভার গ্রহণ করাতে তোমার সমর অত্যন্ত প্রয়োজনীয় হইয়া উঠিয়াছে, তাশ সময়ের অল্পত করিয়া দেওয়া একপ্রকার অকৰ্ত্তব্যের স্থায় বোধ হইতে লাগিল, সুতরাং আর যাইতে পারিলাম না। আমার নিশ্চম ভরসা আছে তুমি সমীচীনৰূপে অধধুঞ্জ তেজাল ললিত সহজ পদ পরম্পর দ্বারা পুরস্কার দাতার প্রগাঢ় প্রশ্নের যথাযথ উত্তর দান করিয়া কৃতাৰ্থ হইতে পারিবে। কিন্তু আজিকালি সাধারণে অহৃদয়ের সংখ্যাই অধিক, তাহার তোমার কৃতার্থতায় ঈর্ষাম্বিত হইয়া, যিনি তোমার দ্বিতীয় হইবেন, তাহার লেখাকে প্রথম ও উৎকৃষ্ট বলিয়৷