পাতা:সাহিত্য-সাধক-চরিতমালা দ্বিতীয় খণ্ড.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর שגא. দূর করিয়াছে। যে যে স্থানে স্কুলগুলি প্রতিষ্ঠিত, সেই সব গ্রামের এবং তাহায়ের আশপাশের পল্লীবাসীরা এই বিদ্যালয়গুলি অতি উপকারী বলিয়া মনে করে ; ইহার জন্য সরকারের কাছে তাহারা কৃতজ্ঞ। স্কুলগুলির যে যথেষ্ট আদর হইয়াছে, ছাত্র-সংখ্যাই তাহার প্রমাণ ” বিদ্যাসাগর বিভিন্ন জেলায় যে-সকল মডেল স্কুল স্থাপন করিয়া ছিলেন, নিম্নে তাহার একটি তালিকা দেওয়া হইল :– নদীয়৷ বেলঘোরিয়া মডেল স্কুল প্রতিষ্ঠাকাল- ২২ আগষ্ট ১৮৫৫ মহেশপুর કે ১ সেপ্টেম্বর , ভজনঘাট § s કે ” কুশদহ বা খাটুরী ঐ •• $s ॐ ” দেবগ্রাম ξ •• s२ ॐ ” বদ্ধমান আমাদপুর মডেল স্কুল প্রতিষ্ঠাকাল ... ২৬ আগষ্ট ১৮৫৫ জোগ্রাম કે २१ ॐ ” খণ্ডঘোষ કે ১ সেপ্টেম্বর ” মানকর ৩ ঐ ” দাইহাট કે ২৯ অক্টোবর ”