পাতা:সাহিত্য সার .djvu/১৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূদেব মুখোপাধ্যায়। 分3邻 তাছার সহিত যুদ্ধার্থ প্রস্তুত হইয়া আছে। কিন্তু সাঁজরের রণপাণ্ডিত্যে এবং তাছার সৈন্যগণের সুশিক্ষাগুণে ঐ আদিম নিৰামীদিগের সকল প্রযত্ন এৰং সাহল ব্যর্থ হইয়া গেল । সীঞ্জৰু উহাদিগকে পরাজয় করিয়া প্রতিগমন করিলেন । ইহার পর তিনি আর একবার ইংলণ্ডে আইসেন । এবং রোমাধিকার পূৰ্ব্বাপেক্ষা সুবিস্তৃত করিয়া ষান। ঘে সময়ের কথা হইতেছে, সেই সময়ে ইংলণ্ডদ্বীপের নাম বৃটেন ছিল, এবং ভদেশৰাসীfদগকে বুটন ৰলিত। সাজর ও অপরাপর রোমক গ্রস্থ কারের লিখিয়া গিয়াছেন যে, তখন বুটন দ্বীপ নিবিড় অরণ্যে আচ্ছন্ন ছিল, এবং তথা করি লোক সঙ্কলও অত স্তু অসভা ছিল । তাই র বুক্ষের ত্বক ৰt বন্য পশুর চৰ্ম্ম দ্বারা যথাকথঞ্চিৎরূপে আপনাদিগের শরীর আবরণ কল্পিত । গাত্রে রক্ত, কৃষ্ণ, পীত, তরিক্তাদি বর্ণ বিলিপ্ত কৰিয়া সংগ্রাম স্তানে ঘোররূপ ধারণ করবার নিমিত্ত প্রয়াস পাইত। ক্ষুদ্র ক্ষুদ্র কাঠখও চৰ্ম্ম:বু ত করিয়া সরিৎ ও জলাকীর্ণ ভূমি সমস্ত উত্তীর্ণ হইবার উপযোগী ভেলক গ্রস্তুত করত। বস্তুত: ক্লাব ও বাণিজ্য দ্বারা যে সকল গ্রয়োজনীয় এৰং সুখোপভোগের সামগ্ৰী প্রস্তুত হয়, ঐ বুটনদগের মধ্যে তাঙ্গার কিছুই ছিল না। কিন্তু তখনও বুটনের সব্বর এক প্রকার ছিল না । দক্ষিণ ভাগে বিশেষতঃ কেণ্ট প্রদেশে যাঙ্গার বাস ৰুরিত, তাহাদিগের মধ্যে পাশুপাল্য, কোথাও কোথাও কৃষি এবং মৎস্থিঞ্চিৎ ব৭িগৰুক্তির প্রথাও প্রচলিত হইয়াছিল । তখন বুটনের যত অস্তুর্ভাগে যাওয়া