পাতা:সাহিত্য সার .djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ সাহিত্যসার । খানি দৈনিক সংবাদপত্র প্রকাশ করেন । উহাতে গদ্য ও পদ্য উভয়ই লিখিত হইত। প্রভাকরেই ঈশ্বরচন্দ্রের কৰিত্ৰশক্তির প্রকাশ হয়। ইনি প্রভাকর ভিন্ন প্রবোধপ্রভাকর, হিতপ্রভাকর, ৰোধেন্দুবিকাশ প্রভৃতি অন্যান্য কয়েক থানি গ্রন্থ রচনা করিয়া গিয়াছেন। ইং ১৮৫৮ অক্সে ৪৯ বৎসর বয়ঃক্রমেয় সময় ঈশ্বরচন্দ্রের মৃত্যু হয়। ঈশ্বরচন্দ্রেয় রচনা প্রণালী নিতান্ত প্রাঞ্জল ও বিষদ । তিনি অনেকানেক নীতিগর্ভ বিষয় রচনা করিয়া বাঙ্গলাভাষার ভূয়সী উন্নতি করিয়া গিয়াছেন । ঈশ্বরচন্দ্র গুপ্তের সময়েই স্বপ্রসিদ্ধ মদনমোহন তর্কালঙ্কায় এাছভূত হয়েন। ইংরাজী ১৮১৫ অক্সে নদিয়া জেলায় অস্ত:পাতী বিল্বগ্রামে ইহার জন্ম ছয় । ইনি কলিকাতা সংস্কৃত কালেজে প্রবিষ্ট ছইরা ১৮৪২ খৃঃ অব পর্য্যস্ত তথায় অবস্থান পূর্বক ব্যাকরণ, সান্ত্যি,অলঙ্কার, দর্শন, স্মৃতি প্রভৃতি নানাশাস্ত্র অধ্যয়ন করিয়া সম্যক্‌ বুৎপত্তি লাভ করেন । মদনমোহন ঐযুক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সদ্ধাধ্যায়ী। পঠদ্দশাতেই ইনি বাসবদত্ত নামক বাঙ্গল কাব্য গ্রন্থের রচনা করিয়া স্বীয় কবিত্বের পরিচয় প্রদান করেন । ১৮৪৭ খৃঃ অস্বে মদনমোহন সংস্কৃত কলেজে সাহিত্যাধ্যাপকের পদে প্রতিষ্ঠিত হন। স্বপ্রসিদ্ধ ৰেখুন সাহেব ষৎকালে কলিকাতায় বালিকাবিদ্যালয় স্থাপন করেন, তথম মদনমোছনই তাহাকে বিশেষ সাহায্য করিয়াছিলেন । এই সময় মদন নানাবিধ প্রমাণ প্রয়োগপূৰ্ব্বক স্ত্রীশিক্ষার শাস্ত্রীস্বতা সম্পাদন করিবার উদ্দেশে বাঙ্গলাভাষায় একখানি প্রবন্ধ