পাতা:সাহিত্য সার .djvu/৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন। ঐ y^* .* সাহিত্যসার প্রকাশিত হইল । চছাতে বাঙ্গাল গদ্যেম প্রারম্ভাবধি অধুনাতন কাল পৰ্য্যস্ত যাবতীয় প্রকার রচনাপ্রণা লীর উদাহরণ প্রদত্ত হইয়াছে । কিঞ্চিদধিক এক শত বৎসর তীত হইল, বাঙ্গালা গদ্যের লিখিত প্রচার অগ্রস্ত হইয়াছে । আ উচার কতদিন পূৰ্ব্বে বাঙ্গালা গদ্যের প্রথম সমুদ্ভব হয়, তাহার স্থির নিশ্চয় নাচ । তবে যতদুর অনুমান করিতে পারা যায়, তাহাতে এচমাত্র প্রতীয়মান হয় যে,বাঙ্গালা ভাষার স্থষ্টি অবাধ ই হার গদ্যের ও সমুদ্ভব হয় । কিন্তু চহার লিখিত প্রচার কিঞ্চিৎ নূন একশত বৎসর হইল আরম্ভ হইয়াছে। সুতরাং ইহাতে এক শত বৎসরের অপেক্ষ কিঞ্চিৎ নুন সময়ের ভিন্ন ভিন্ন রচনাপ্ৰণালীর উদাচরণ প্রদত্ত হইয়াছে। এই গদ্যসমূহের মধ্যে যে গুলি সহজ সুন্দর ও বালক বালিকাদিগের পাঠোপযোগী বোধ গুচয়াছে, সেই গুলিই 'ಥ್ರತ করিয়াছি । বাঙ্গালী ভাষায় এরূপ সংগ্ৰহ-গ্ৰন্থ অধিক না চ । যে দুই এক খানি আছে, তা হাতে রীতিমত প্রথম ৪ইতে আরম্ভ করিয়া অধুনাতন কাল পর্যাস্ত নানাবিধ রচনার উদাচরণ নাচ । কিন্তু এরূপ না ত স্তলে সংগ্ৰহ গ্রন্থ প্রণয়ন করিবার উদ্দেশ্য সিদ্ধ হইল বলিতে পারা যায় না । একাধারে সকল প্রকার রচনার উদাহরণ প্রদত্ত ন চ চলে স্বতন্ত্র স্বতন্ত্র গ্রন্থ পাঠ করাষ্ট বিধেয় । আমি এই উদ্দেশ্যসাধনের উদেশে যথাসাধ্য পরিশ্রম করিয়াছি, কিন্তু কত দূর কৃতকাৰ্য্য হইয়াছি বুলিতে পারি না। বাঙ্গাল। ভাষা ও সাহিত্যের বিস্বয়