পাতা:সাহিত্য সার .djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৩ সাহিত্যসার । অনস্তর দুঃখাবেগ সংবরণ করিয়া, শকুস্তল রাজাকে কহিলেন, আর্য্যপুত্র! তুমি ষে এই দুঃখিনীকে পুনয়ায় স্মরণ কfরৰে, সে অাশা ছিল না। কিরূপে আমি তোমার স্কৃতিপথে পত্তিত হইলাম, ভাৰিয়। স্থিয় করিতে পারিতেছি না। তথন রাজ। কচিলেন, গ্রিয়ে ! তৎকালে তুমি আমায় যে অঙ্গুরীয় দেখাইতে পার নাই, কয়েক দিবস পরে উহা অামায় হস্তে পড়িলে, আ:দেiাপাস্ত সমস্ত বৃত্তাস্তু আমার স্কৃতি পথে আরূঢ় হয় । এই সেই অঙ্গুরীয়, এই ৰলিয়া স্বীয় অঙ্গুলীস্থিত সেই অঙ্গুরীয় দেখাষ্টয়া, পুনৰ্ব্বার শকুন্তলার অঙ্গুলিতে পরাইয়া দিবার চেষ্ট। করিলেন। তখন শকুন্তলা কহিলেন, আর্ষ্যপুত্র! আর আমার ও অঙ্গুরীয়ে কাজ নাই , ওই আমার সর্বনাশ করিয়াছিল ; ও তোমার অঙ্গুলীতেই থাকুক । সীতার বনবাস । অৰশেষে, ৰুখ ভাগীরথী তীরে উপস্থিত হইল। ভাগীরথীর অপর পারে লইয়। গিয়া, সীতাকে এজন্মের মত পরিত্যাগ করিয়া আসিডে হক্টৰেক, এই ভাবিয়া লক্ষ্মণের শোক সাগর অনিবাৰ্য্যবেগে উজ্জ্বলিত হষ্টয়া উঠিল । আর তিনি ভাবগোপন ৰ। অশ্রুৰেগসংবরণ করিত্তে পারিলেন না। সীতা দেখিয়া সাত্তিশয় ৰিহঃ ইয়া জিজ্ঞাসিলেন, বৎস! কি কারণে তোমার এরূপ ভাৰ উপস্থিত হইল, ৰল । gখন লক্ষ্মণ নয়নের অশ্র