পাতা:সাহিত্য সার .djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর । ¥rግ প্রতি অনাদর ও লৌকিকরক্ষায় একান্ত যত্ন ব্যতীত আৱ কিছুই প্রতীত হয় না । श उाबठवर्ष छूभि कि रुउडांशा ! छूभि cडाभाद्र शूउिन সস্তানগণের আচারগুণে পুণ্যভূমি বলিয়া সৰ্ব্বত্র পরিচিত হইয়াছিলে । কিন্তু তোমার ইদানীন্তন সন্তানের স্বেচ্ছানুরূপ আচার অবলম্বন করিয়া তোমাকে যেরূপ পুণ্যভূমি করিয়া তুলিয়াছেন, তাহ ভাবিয়া দেখিলে সৰ্ব্বশরীরের শোণিত শুষ্ক হইয়া যায় । কত কালে তোমার দুরবস্থাবিমোচন হইবেক, তোমার বর্তমান অবস্থা দেখিয়া ভাবিয়া স্থির করা যায় না । হা ভারতীয় মানবগণ ! আর কত কাল তোমরা মোছনিদ্রায় অভিভূত হইয়া প্রমাদশষ্যায় শয়ন করিয়া থাকিৰে । এক বার জ্ঞানচক্ষু উন্মীলন করিয়া দেখ, তোমাদের পুণ্যভূমি ভারতবর্ষ পাপের স্রোতে উচ্ছলিত হইয়া যাইতেছে । আর কেন, যথেষ্ট হইয়াছে, অতঃপর নিবিষ্টচিত্তে শাস্ত্রের যথার্থ তাৎপৰ্য্য ও যথার্থ মৰ্ম্ম অনুধাবনে মনোনিবেশ কর, এবং তদমুযায়ী অনুষ্ঠানে প্রবৃত্ত হও, তাহা হইলেই স্বদেশের কলঙ্কনিরাকরণ করিতে পারিবে ! কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমরা চিরসঞ্চিত্ত কুসংস্কারের মেরূপ বশীভূত হইয়া আছ, দেশাচারের ষেরূপ দাস হুইয়া আছ, দৃঢ় সঙ্কল্প করিয়া লৌকিকরক্ষাব্রতে যেরূপ দীক্ষিত হইয়া আছ, তাহাতে এরূপ প্রত্যাশা করিতে পাৱ৷ যার না। তোমারা হঠাৎ কুসংস্কারবিসর্জন, দেশাচারের আস্থগত্যপরিত্যাগ, ও সঙ্কল্পিত লৌকিকরক্ষাব্রতেৱ উদযাপন