পাতা:সুকান্ত সমগ্র.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



দেয়ালিকা
এক
দেয়ালে দেয়ালে মনের খেয়ালে
লিখি কথা।
আমি যে বেকার, পেয়েছি লেখার
স্বাধীনতা॥

দুই

সকালে বিকালে মনের খেয়ালে
ইঁদারায়
দাঁড়িয়ে থাকলে অর্থটা তার
কি দাঁড়ায়?

তিন

কখন বাজল ছ’টা
প্রাসাদে প্রাসাদে ঝল‍্সায় দেখি
শেষ সূর্যের ছটা—
স্তিমিত দিনের উদ্ধত ঘনঘটা॥

চার

বেজে চলে রেডিও
সর্বদা গোলমাল করতেই
‘রেডি’ ও॥

১৬৮