পাতা:সুকান্ত সমগ্র.djvu/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



কোতোয়াল

একি শুনি আজ তোমার ভাষ্য?
মনে হয় যেন অবিশ্বাস্য,
মহামন্বন্তরের হাস্য,
এখানেও শেষে হল প্রকাশ্য?

উদয়ন

আমরা তো পূর্বেই জানি,
লাঞ্ছিতা হলে কল্যাণী
এদেশেও ঘটবে অমঙ্গল
উঠবেই মৃত্যুর কল্লোল

কোতোয়াল

বুঝলাম, সামান্যা নয এই মেয়ে,
নৃপতিকে সংবাদ দাও দূত যেয়ে

রাজদূতের প্রস্থান
(সংকলিতার প্রতি)

আজকে তোমার প্রতি করেছি যে অন্যায়
তাইতো ডুবছে দেশ মৃত্যুর বন্যায়;
বলো তবে দয়া করে কিসে পাব উদ্ধার
ঘুচবে কিসের ফলে মৃত্যুর হাহাকার?

সংকলিতা

নই আমি অদ্ভ‌ুত, নই অসামান্যা,
ধ্বনিত আমার মাঝে মানুষের কান্না—

২২৪