পাতা:সুকান্ত সমগ্র.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।



কোতোয়াল
(হুংকার দিয়ে)

আমাকে বলিস পশু, বর্বর?
ওরে দুর্মতি তুই তবে মর!

(তলোয়ারের আঘাতে আর্তনাদ ক’রে সংকলিতার মৃত্যু)

প্রজাদলের প্রবেশ ও কোতোয়াল পলায়নোদ্যত

জনৈক পথিক

কোথায় সে কন্যা, অপরাপ কান্তি,
যার বাণী আমাদের দিতে পারে শান্তি;
দেশে আজ জাগরণ যার সংগীতে,
আমরা যে উৎসুক তাকে গৃহে নিতে।

(সংকলিতার মৃতদেহের দিকে চেয়ে আর্তনাদ ক’রে)

এ যে মহামহীয়সী, এ যে কল্যাণী
ধুলায় লুটায় কেন এর দেহখানি?

ইন্দ্রসেন
(কোতোয়ালকে আঙল দিয়ে দেখিয়ে)
ওই দেখ, ভাই সব, ওই অপরাধী
সবার বিচার হোক ওর প্রতিবাদী—

২৩৩
সমগ্র-১৪