পাতা:সুকান্ত সমগ্র.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

 (৩) কিশোর বাহিনীর কার্ড এখনো ছাপা হয় নি। ছাপাব।

 (৪) ১৩ই জুন I. P. T. A.-এর অভিনয় শ্রীরঙ্গমে।

 (৫) ১১ই জুন কিশোর বাহিনীর জরুরী মিটিং।

 (৬) কিশোর বাহিনীর ৪নং চিঠি এ-সপ্তাহে লিখতে হবে।

 (৭) ১৬ই জুন আমাদের বাড়িতে বৌভাত।

 (৮) এখন আমার শরীর অত্যন্ত খারাপ।

 তোদের ওখানকার কিশোর বাহিনীকে আমায় ক্ষমা করতে বলিস। নতুন আন্দোলনের জন্যে রমাকৃষ্ণ২৯ আমায় ছাড়লো না। তোর মা আমায় ক্ষমা করবেন না জানি, কিন্তু তুই এ বিশ্বাসঘাতকের প্রতি কি রকম ব্যবহার করবি সেটাই লক্ষণীয়।

 তুই অনেকদিন কলকাতা ছেড়েছিস। লক্ষ্মীবাবু৩০ এবং আমার মতে তোর এখন ফেরার সময় হয়েছে। ১৫ তারিখের মধ্যে তোর কলকাতা আসা পার্টির বাঞ্ছনীয়।৩১

আঠারো

অরুণ,

 মনে আছে তো আজ কিশোর-বাহিনীর শারদীয় উৎসব? অশোক৩২ যেতে চায়, ওকে নিয়ে তুই চারটের মধ্যে ইণ্ডিয়ান এসোসিয়েশন হলে পৌঁছস, আমি একটু ঘুরে যাব কিনা৩৩

—সুকান্ত
৩১১