পাতা:সুকান্ত সমগ্র.djvu/৩৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

সে সন্ন্যাসী একেলা আসি
রিক্ত-ঝুলি হতে
দিলে যে দান জ্বলিল প্রাণ
পুড়িল আরও ওতে।
তৃষ্ণাময়ী ধরণী আজি করুণা মাগে তব
নবীনপ্রাণ, নবীনদান আনো হে নব নব।
পিছনে তাই বৈশাখী ঝড় আশাসে তুলে হাঁক

গান

যেমন ক’রে তপন টানে জল
তেমনি ক’রে তোমায় অবিরল
টানছি দিনে দিনে
তুমি লও গো আমায় চিনে
শুধু ঘোচাও তোমার ছল॥

জানি আমি তোমায় বলা বৃথা
তুমি আমার আমি তোমার মিতা,
রুদ্ধ দুয়ার খুলে
তুমি আসবে নাকো ভুলে
থামবে নাকো আমার চলাচল॥

৩৮৫