পাতা:সৌরপুরাণম্‌.djvu/৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ৰিজ্ঞাপন। সৌরপুরাণ ব্ৰহ্মপুরাণের অন্তর্গত উপপুরাণ। শ্লোকসংখ্যা ছয় হাজার। এই উপপুরাণ-জুই প্রকায়, মতান্তরে হুই ভাগে বিভক্ত। আমাদের সংগৃহীত এই সৌরপুবাণ তন্মধ্যে অন্ততর। ইহা সম্পূর্ণ, অন্ত কোন অংশের সহিত ইহার সম্বন্ধ নাই। শিবমাহাম্ম-প্রকাশক গ্রন্থাবলীর মধ্যে সৌরপুরাণ একখানি প্রধানচম গ্রন্থ। আমাদের দেশে এই গ্রন্থ দুর্লভ। দেশাস্তর হইতে আদর্শ সংগ্ৰহ করিতে হইয়াছে। আদর্শ পুস্তক সম্পূর্ণ পরিশুদ্ধ নহে, তৰে মূলে সে সকল পাঠের অন্তথা না করিয়া অনুবাদস্থলে তৎসম্বন্ধে বক্তব্য টীকাকারে সন্নিবেশিত রিয়াছি। এই পুরাণের ৪৫শ অধ্যায়ের শেষাংশ হইতে ৫৩ শ অধ্যায়ের কয়দংশ পৰ্য্যন্ত পণ্ডিতবর স্ত্রীযুক্ত জগন্নাথ বিদ্যার্ণব অনুবাদ করিয়াছেন, তৎপরে ১৩ম অধ্যায় পৰ্য্যন্ত অনুবাদ করি,াছেন-পণ্ডিত শ্ৰীযুক্ত বীরেশনাথ কাব্যতীর্থ। আর সকল অংশের অনুবাদই মৎকৃত । অনুবাদক এবং দূত উভয়েই সমান। পরকীয় অভিপ্রায় প্রকাশই উভয়ের কার্য্য , সেই কাৰ্য্য যথাযথ সম্পন্ন করিতে পারলেই কর্তব্য পালন হুইল ; তাছা কতদূর হইয়ছে, পাঠকগণ বিচার করিবেন। हेठि শ্রীপঞ্চানন দেবশৰ্মা সম্পাদক । ভট্ৰপঞ্জী, ২৪ পরগণা।