পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ଅନ୍ଧ,୯୬ স্বাস্থ্যবিজ্ঞান । এটাকশন (, কৈশিক আকর্ষণ ) ও ইভে পরেশন ( বাম্পোদগম ) বশতঃ সব সয়েল ওয়াটার উদ্ধে উত্থিত হইয়া ভূমির সিক্ততা বৃদ্ধি করে। ভূমি শুষ্ক করিবার উপায় দ্বিবিধ, ড়ে,ণেজ (drainage) বা পয়ঃপ্ৰণালী গঠন এবং ভরাট নদী নালা খনন। বড় বড় সহরে মল মূত্র প্রভৃতি নিঃসারণের জন্য যে সুয়ার (sewer) থাকে, তাহার পার্শ্বে বা নিম্নে সব সয়েল ওয়াটার নিকাশের জন্য ১০-২০ ফুট অন্তর এবং ৮-১২ ফুট গভীর ড়েণ গঠন করা উচিত। অনেক পুরাতন সমৃদ্ধিশালী গ্ৰাম নদীনালার জলের হাস বশতঃ ম্যালেরিয়ার আবাস ভূমি হইয়া পড়ে। সেই সমুদয় স্থানের নদী নালা খনন করিলে ভূমি স্বাস্থ্যকর হয় । আদ্র ভূমি জনিত রোগ-আৰ্দ্ধতার দরুন (১) ভূমি শীতল ও বায়ু কুজ্বাটিকাময় হয় এবং সর্দি ও বাত রোগের প্রকোপ হয় এবং (২) অর্গানিক বাষ্প উত্থিত হইয়া নানাপ্রকার রোগ ব্যাপ্ত করে। পচনশীল অগনিক ম্যাটার, তাপ, বায়ু ও আদ্রতা এই চতুর্বিধ কারণে ভৌম পদাৰ্থ নিচয় বিকৃত হইয়া দুষিত বাষ্প উদগীরণ করে। আর্দ্রভূমিতে বাসের ফল :- (S) রিউমেটিস্যু ( rheumatism ), কেটার ( catarrh ), q<(R बिछेরেলজিয়া ( neuralgia) । (২) ফুসফুস রোগ-বিলাতের যে সমুদয় সহরে থাইসিস ( pthisis) প্রবল ছিল, তথায় স্বয়ার প্রবর্তনের পর ঐ রোগের হ্রাস পরিলক্ষিত হইয়াছে। (৩) পালাজ্বর –৬৫° ফারেনহীট তাপ, বায়ুর সংস্পৰ্শ, আদ্রতা এবং পচনশীল উদ্ভিদ, এই চতুর্বিধ কারণ ংযোগে এই জ্বর-বিষের উৎপত্তি । লিঙ্কলনসিয়ার প্রভৃতি বিলাতের যে সমুদয় স্থানে ম্যালেরিয়া প্ৰবল ছিল তথায় পয়ঃপ্ৰণালীর সুব্যবস্থার পর হইতে ম্যালেরিয়া দূরীভূত হইয়াছে। (৪) টাইফয়েড ফিবার-পেটেন কফার বলেন,অতি বৰ্দ্ধিত সবসয়েল ওয়াটারের ত্বরিত হ্রাস, ভূমির বিকৃত-য়্যানিমেলম্যাটার-পূর্ণতা ও উত্তাপ এবং টাইফয়েড রোগ বীজ, এই চতুবিধ কারণ ংযোগে টাইফয়েড রোগের উৎপত্তি। ডাক্তার বুকানান বলেন সব সয়েল ওয়াটারের হ্রাস বা অধোগমনের সঙ্গে টাইফয়েড ফিবার বৃদ্ধির গৌণ সম্বন্ধ। ঐ কারণবশতঃ পানীয় জল দূষিত হয় এবং ঐ জল দ্বারা রোগ ব্যাপ্ত হয়।