পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চিকিৎসক ও উকীলের অল্পায়ুর কারণ। ১২৩ দ্বিগুণ। এই প্ৰভেদের প্রধান কারণ মানসিক অবস্থার তারতম্য। ডাক্তার পলক বলেন “ন দারিদ্র্য নাচৈশ্বৰ্য্য” অবস্থা এবং চিত্তের শমতা ও প্ৰসন্নতা, ধৰ্ম্মযাজকদের দীর্ঘায়ুর কারণ। বিষম প্রতিযোগিতা, ভীষণ জীবন-সংগ্রাম, যশমান রক্ষার জন্য অবিশ্রান্ত ভাবনা, “ঠাট বজায়।” রক্ষা এবং বাহ্যিক চাকচিক্য প্রদর্শনের জন্য অবিরত চেষ্টা, উকীল ও ডাক্তারদের অল্পায়ুর কারণ। চিকিৎসকদের বিপদ পদে পদে । নানাপ্রকার সংক্ৰামক রোগের সংস্পর্শে তাহদের জীবন বিপদগ্ৰস্ত, দিবারাত্র পরিশ্রমে তাহদের শরীর পরিশ্রান্ত এবং নিত্য নূতন রোগীর জীবন-মরণ-সমস্যাভেদের চিন্তায় তঁহাদের চিত্ত অভিভূত ।