পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ডিসাইনফেক্‌টেণ্ট । SN) তাহার নাম য়্যাণ্টিসেপটিক্‌ (antisazzo)। যদ্বারা পচনক্রিয়াজাত পদাৰ্থ শোধিত ও দুৰ্গন্ধ নিবারিত হয়, তাহার নাম ডিওডোরেন্ট (aeodoraat)। সমুদয় ডিসাইনফেক্‌টেণ্ট য়্যাণ্টিসেপটিক্‌ ও ডিওডোরেন্টের কাৰ্য্য করে, এবং অনেক য়্যাণ্টিসেপটিক্‌ ও ডিওডোরেন্ট অধিক মাত্রায় ব্যবহার করিলে ডিসাইনফেক্‌টেন্টের কাৰ্য্য করে । অস্ত্ৰ চিকিৎসকেরা ক্ষত স্থানে স্ন্যাণ্টিসেপটিক প্রয়োগ করিয়া থাকেন। কিন্তু তদ্বারা কলেরা কিম্বা টাইফয়েড রোগীর মলস্থিত ঘ্যাসিলাস বিনষ্ট হয় না। ডিস ইন্‌ফেক্‌টেণ্ট ভয়ানক বিষ, সুতরাং ক্ষতস্থানে প্রয়োগ করা যায় না । মাত্রা, তাপ ও প্রয়োগকালের তারতম্যানুসারে ডিস ইনফেক্‌টেন্টের ক্রিয়ার তারতম্য হয়। রোগ-বীজ যথোচিত পরিমাণ ডিস ইনফেক্‌টেণ্ট ঔষধে যথাকাল পৰ্য্যন্ত সংলিপ্ত না থাকিলে বিনষ্ট হয় না । ক। ডিস ইনফোকটেণ্ট । ১ । তাপ-শুষ্কতাপ সর্বোৎকৃষ্ট ডিস ইনফেক্‌টেণ্ট ; কিন্তু যে তাপে রোগ বীজ বিনষ্ট হয়, সেই তাপে বস্ত্ৰাদি ঝলসিয়া যায়। এই কারণে উত্তপ্ত জলীয় বাষ্প প্রয়োগ করা উচিত। কলিকাতায় যে ওয়াশিংটন লায়নের ষ্টাম ডিস ইনফেক্টার (Washington Lyon's patent steam disinfector) দ্বারা সংক্ৰামক রোগ বীজ দূষিত বস্ত্ৰাদি শোধিত হইয়া থাকে, তাহাতে অৰ্দ্ধ ঘণ্টায় ২৫০"F ডিগ্রি তাপবিশিষ্ট ষ্টীম উৎপন্ন হয়। অভাব পক্ষে ধোপার ইস্ত্রী কিম্বা পাওয়ারুটার উনানের তাপেও বস্ত্ৰাদি ডিস ইনফেক্ট করা যাইতে পারে। সাধারণতঃ ফুটন্ত জলের দ্বারাই বস্ত্ৰাদি শোধিত হইয়া থাকে। ডাক্তার ক্লাইন বলেন ফুটন্ত জল এক মিনিটেই আস্থাক্স ব্যাসিলাস ও ইহার স্পোর বিনষ্ট করে। সে যাহা হউক, অন্ততঃ অৰ্দ্ধাঘণ্টাকাল কাবলিক য়্যাসিড বা করোসিভ সত্ত্বি মোট মিশ্রিত জলে দূষিত বস্ত্ৰাদি সিদ্ধ করিয়া তৎপর পরিষ্কার জলে ধৌত করা উচিত। ২। করোসিভ সব্লিমেট সর্বোৎকৃষ্ট ডিস ইনফেক্‌টেন্ট। ক্লাইন স্থির করিয়াছেন যে স্পোরহান ব্যাসিলাস, ১: ২০০৬ ( in 2OOO) করোসিভ