পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S ዓ8 সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান । থাকে ; তন্মধ্যে ৪৫ লক্ষের মৃত্যু হয়। এই জ্বর অধিকাংশ স্থলে ম্যালেরিয়াজনিত । প্রিডিস্পোজিং কজলা-অনাহার at a stats (poor feeding ), এনিমিয়া (anaemia), স্কর্ভি (Scurvy), এবং জলাভূমি প্রভৃতি সপ্তবিধ ম্যালেরিয়াজনক ভূমিতে বাস । এক সাইটিং কােজ –লাভিরাণের qãîìgi (Laveran’s amoeba) < হীমেটঝন (haematozoon) ম্যালেরিয়ার কারণ বলিয়া অনেকেই স্বীকার করেন। ইতালী দেশীয় চিকিৎসকেরা বলেন যে একখণ্ড কাচের সুইডে কোয়াটােন এণ্ড (quartan ague) রোগীর অঙ্গুলীর অগ্রভাগ হইতে রক্ত লইয়া মাইক্রোস্কোপে পরীক্ষা করিলে ঐ জীবাণু বিশেষরূপে দেখিতে পাওয়া যায়। কোটিডিয়ান ও টাৰ্ষিয়ান এণ্ড রোগীর অঙ্গুলীতে এই জীবাণু পাওয়া যায় না ; কারণ এই অবস্থায় ইহারা স্পীন, ব্ৰেণ এবং বোন-ম্যারো (bone marrow) বা অস্থি মজ্জায় প্রবেশ করে। কোয়াটান এণ্ডর বিরামের প্রথম দিবসে রেড বুড়ি কর্পসলের প্রায় ? কি ঐ অংশ অধিকার করিয়া নড়িতে থাকে ; দ্বিতীয় দিবসে অৰ্দ্ধেক স্থান অধিকার করিয়া কিনারার দিকে কাল পিগমেন্ট (pigment) উৎপাদনা করিতে থাকে, কিন্তু নড়ে না ; তৃতীয় দিবসে প্রায় সমুদয় কর্পসল গ্ৰাস করিয়া মধ্যস্থলে পিগমেণ্ট উৎপাদন করে ; এবং চতুর্থ দিবসে যখন স্পোর ও টক্সিন উৎপন্ন হয় তখনই জ্বর প্রকাশিত হইয়া থাকে। কেহ কেহ বলেন ৬৫%, তাপে, বায়ুর সংস্পর্শে, আদ্র ও পচনশীল উদ্ভিদে পরিপূর্ণ ভূমিতে ম্যালেরিয়ার বীজ শীঘ্ৰ বৃদ্ধিপ্রাপ্ত হয়। বিস্তৃতি প্ৰণালী—ম্যালেরিয়ার বীজ ম্যালেরিয়াজনক ভূমিতে বৰ্দ্ধিত হয় এবং বাত্যাস্রোতে উদ্ধে উখিত হইয়া নিশ্বাসের সহিত লংসের মধ্যে বা খাদ্য ও লালার সহিত ষ্টমাকে প্রবেশ করিয়া রোগ উৎপাদন করে, অথবা শিশিরের সহিত মিশ্রিত হইয়া পুনরায় ভূমিতে পতিত হয়, fকীস্বী পানীয় জল দূষিত করে। ম্যালেরিয়া সায়েল বা ম্যালেরিয়াজনক ভূমি ৭ প্রকারঃ (১) মাৰ্য বা জলাভূমি। মার্ষে সাধারণতঃ জলনির্গমনের পথ থাকে