পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষট গ । হাউস্ ডেন ও সুয়ার । ইনক্লিনেশন (inclination ) < ঢালুতা- হাউস ড়েন বা গৃহের ড়েন। অঙ্গন পঞ্চাশ ফুটে এক ফুট (1 in 50 ) ঢালু হওয়া উচিত। ভূমি হইতে এক ফুট উচ্চ লম্ব ( perpendicular) টানিয়া, লম্বের উপর হইতে ভূমির ৫০ ফুট পর্যন্ত একটী কৰ্ণ ( hypotenuse) টানিলে যদ্রুপ ঢালু হয়, গৃহের ড়েন তদ্রুপ ঢালু হওয়া উচিত,যথা :- হাউস ড়েণ - ώ ο ফুট সদর রাস্তার সুয়ারি অন্ততঃ ২৪৪ ফুটে এক ফুট ( I in 224 ) ঢালু হওয়া উচিত। ভিলসিটি ( velocity ) বা বেগ—সুয়েজের বেগ মিনিটে অন্ততঃ ৩ ফুট না হইলে সুয়ার পরিষ্কার থাকে না । ট্র্যাপ (trap) ও ভেটিন্টলেটার (ventilator )—সুয়ার গ্যাস রাস্ত হইতে গৃহের ড়েন দিয়া গৃহে প্রবেশ করিয়া কিরূপে ডিফ থিরিয়া, টনসিলাইটিস, টাইফয়েড ফিভার প্রভৃতি রোগ উৎপাদন করে, তাহা ইতিপূর্বে বলা হইয়াছে। এই সমুদয় দুঘটনা নিবারণের জন্য সাধারণতঃ দুইটী উপায় অবলম্বিত হইয়া থাকে ; (১) সুয়ার ও হাউস ড়েনের মধ্যস্থলে জল-পূর্ণ ইংরাজী U অক্ষরাকার নল বা সাইফন ট্র্যাপ (siphon trap) নিৰ্ম্মিত হয়। গৃহ-নিঃস্থত জলের কিয়দংশ ঐ ট্র্যাপে সর্বদাই থাকে এবং সুয়ার গ্যাসের গৃহের দিগে গতি রুদ্ধ করে (২ নং চিত্র দেখ) । (২) সুয়ারের অভ্যন্তরে বায়ু সঞ্চালনের উপায় অবলম্বন করিয়া সুয়ার গ্যাসস্থিত বিষ ডাইলুট করা হয় এবং গৃহ হইতে দূরে সুয়ার হইতে গ্যাস নির্গমনের ব্যবস্থা করিয়া গ্যাসের পরিমাণ হ্রাস করা হয়। সাধারণতঃ এই উদ্দেশ্যে রাস্তার মধ্যস্থলে ম্যান-হোল (man-hole) নামক ঝাঝারি কিম্বা ক্ষুদ্র রাস্তায় উচ্চ ভেণ্টিলেটিং সাফট (ventilating shaft) বা নল প্রস্তত করা হয় । sssss SQUAR22S-N-ase পরিশিষ্ট ঘ । হাসপাতাল নিৰ্ম্মাণ । হাসপাতাল বলিতে ওয়ার্ড, আউট-ডোর, আফিস, পোস্ট মটোমু রুমৃ ইত্যাদি বুঝায়। এস্থলে কেবল ওয়ার্ড নিৰ্ম্মাণ বিবেচিত হইল । সাধারণতঃ চতুষ্কোণাকারে ৩০-১০০ ফুট দীর্ঘ ও ২০–৩০ ফুট প্রস্থ ওয়াড় নিৰ্ম্মিত হইয়া থাকে। দ্বিতলের উচ্চতলেই ওয়াড় হওয়া