পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“sfēra” Es | Οζ. নর্দামার মল মুত্রাদি হইতে ক্লোরিন (CAzovalwe) উৎপন্ন হয় । সুয়েজ জাত ক্লোরিণের সঙ্গে নাইট্ৰাইট, নাইট্রেট, য়্যামোনিয়া, এবং কখনও বা ফসফরিক স্ন্যাসিড পাওয়া যায় ; এবং সুয়েজ অচিরোৎপন্ন হইলে জলে দহনশীল বা অক্‌সি-ডাইজেবল অর্গানিক পদার্থ পাওয়া যায়। যে জলে ক্যালসিয়ম, ম্যাগনিসিয়াম ও লৌহ ধাতুঘটিত পদার্থনিচয় কাবনিক য়্যাসিড সংযোগে দ্রবীভূত থাকে, তাহাকে কঠিন (hard) জল বলে। এই কাঠিন্য বশতঃ জলে সাবান ফেণীভূত হয় না ; সুতরাং সাবানের বৃথা ক্ষয় হয়, পরিচ্ছন্নতার পক্ষে বিশেষ ব্যাঘাত ঘটে এবং তারকারী সিদ্ধ হইতে অনেক বিলম্ব হয়। “কাঠিন্য” দুই প্রকার, অস্থায়ী এবং স্থায়ী । উত্তাপ দ্বারা যে কাঠিন্য দূরীভূত হয় তাহাকে (Temporary hardness) "" : ".' অস্থায়ী কাঠিন্য বলে। ক্যালসিয়ম কার্বনেট অস্থায়ী কাঠিন্যের কারণ। জল ফুটাইলে কার্বনিক স্ন্যাসিড বাষ্পাকারে উখিত হইয়া যায় এবং ক্যালসিয়াম কার্বনেট পৃথক হইয়া অধঃস্থ হয়। সলফেট অব লাইম প্রভৃতি Fixed hardness 3 محصے স্থায়ী কাঠিন্যের কারণ। ক্যালসিয়ম ধাতব, ম্যাগনিসিয়ম কার্বনেট প্রভৃতি ম্যাগনিসিয়ম ধাতব, এবং ফেরি কার্বনেট প্রভৃতি লৌহ ধাতব, এই ত্ৰিবিধ পদাৰ্থ কর্তৃক জলের স্থায়ী gभांत्रि कठिना কাঠিন্য উৎপাদিত হয় । স্থায়ী এবং অস্থায়ী (Total hardness). কাঠিষ্ঠের সমষ্টিকে মোট কাঠিন্য বলা যায়। কাঠিন্যের কারণ ৩ প্রকাক্সি । সোডিয়াম, ক্লোরাইড ও সালফেট আকারে, জলে মিশ্রিত থাকে। সীসা কখনও কখনও জলে দ্রবীভূত হয়। সালফিউরিক য়্যাসিড এবং ফসফরিক য়্যাসিড, সলফেট ও ফসফেট আকারে জলে মিশ্রিত থাকে। সিলিসিক য়্যাসিড,, সিলিকা (বালু) এবং সিলিকেট ( 'কাচ) আকারে দ্রবীভূত হয়। তাম্র, আর্সেনিক, দস্তা প্রভৃতি বিষাক্ত পদাৰ্থও জলে মিশ্রিত হইতে পারে।