পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

জল আহরণ । \9), Y এই দেশের পক্ষে ডাক্তার কিং নিম্নলিখিত ব্যবস্থা করিয়াছেন ঃ গ্যালন পানের জন্য 8 রন্ধনের জন্য 滄 釁 @ স্নানের জন্য ( কলসী ধৃত জলে ) SoN. o গৃহ প্ৰক্ষালনের জন্য 象 @ 會 R, o তৈজস পত্ৰ প্ৰক্ষালনের জন্য V), o মোট ১৮ গ্যালন অভাব পক্ষে (Manawzawl) সৰ্ব্বশুদ্ধ ৪ গ্যালন চাই। হাসপাতালে প্রত্যেক রোগীর জন্য অনুন ৩০ গ্যালন জলের ব্যবস্থা থাকা উচিত। তৃতীয় পরিচ্ছেদ। আহরণ, সঞ্চয় ও বিতরণ । (ক) সাধারণতঃ বৃষ্টি, নদী, খাল, বিল, প্রস্রবণ, পুষ্করিণী ও কুপের জল এবং পরিশ্রুত জল, এই অষ্ট প্রকার জল আহৃত ও ব্যবহৃত হইয়া থাকে । (১) বৃষ্টি-বৃষ্টির জল অতি বিশুদ্ধ। কিন্তু সৰ্ব্বদা এই জল পাওয়া যায় না, এবং ইহার পরিমাণেরও কিছু স্থিরতা নাই। যে সমুদায় স্থানে কুপ বৃষ্টি জল সংগ্রহের প্রস্রবণ প্রভৃতির জল অব্যবহাৰ্য্য, তথায় এই জল ব্যবহৃত সহজ উপায় হয়। চারিটী বংশ স্তম্ভ মৃত্তিকায় প্রোথিত করিয়া তদুপরি একখানা পরিষ্কার বস্ত্ৰ বিস্তৃত করিতে হয় এবং মধ্যস্থলে একটিী প্রস্তর চাপাইতে হয়। মধ্যস্থলের নিম্নে রক্ষিত একটী টব, গামলা বা জালায় জল সংগৃহীত হইতে পারে।