পাতা:স্বাস্থ্য-বিজ্ঞান - সুন্দরীমোহন দাস.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাষ্পীয় বায়ু শোধক। Gł6 বস্ত্ৰ বুলাইয়া, বায়ু শোধিত করা হইয়া থাকে। কণ্ডিস্ ফ্লাইড দ্বারা গৃহের আবদ্ধ বায়ুর এবং হাইড্রোজেন সালফাইড প্রভৃতি বাষ্পের দুৰ্গন্ধ বিনষ্ট হয় । বাৰ্ণেটস ফুইডের (Burnet's fluid) প্রতি ডু,ামে ২৫ গ্ৰেণ ঝিঙ্ক Na is C. J. ক্লোরাইড থাকে। এই লোশন এক পাইণ্ট এক গ্যালন জলে মিশ্রিত করিয়া ব্যবহার করিতে হয়। ইহার ও হাইড়োজেন ও য়্যামোনিয়ম সলফাইড নাশ করিবার শক্তি আছে। লেড নাইট্রেট মিশ্রিত লেডোয়েনস ফ্লাইড (Ledoyen’s fluid) স্বয়ার প্রভৃতির হাইড্রোজেন সালফাইড, অতি শীঘ্ৰ বিনষ্ট করে। এক পাউণ্ড লিথাজ (Litharge) অল্প জল ও ৭ আউন্স নাইটক ফ্ল্যাসিডে ক্রমশঃ মিশাইয়া, জলমিশ্রিত করিয়া দুই গ্যালন প্রস্তুত করিতে হয় । (৪) বাষ্পীয় বায়ু শোধক দশ প্রকার ; ক্লোরীণ, আয়োড়ীন ও ব্রোমীন ধূম্র, নাইট্রাস ও সালফিউরাস য়্যাসিডু, কাবলিক য়্যাসিডু, আলকাত্ৰা ধূম্ৰ, য়্যাসেটিক ফ্ল্যাসিডু, য়্যামোনিয়া ও ওবোন | ক্লোরীণ সর্বোৎকৃষ্ট বাষ্পীয় বায়ু শোধক। ইহা দ্বারা অর্গানিক ম্যাটার ও দুৰ্গন্ধ বিনষ্ট হয়। শতকরা ১ ভাগ ক্লোরীণে পূর্ণ বায়ু ২৪ ঘণ্টায় সমুদয় মাইক্রোব বিনষ্ট করে। ১০ ০০ ঘন ফুট বায়ু শোধনের জন্য এই পরিমিত ক্লোরীণ উৎপাদনা করিতে হইলে, ২ পাউণ্ড বীচিং পাউডারে (bleaching powder ) ৩ পাউণ্ড হাইড্রোক্লোরিক বা সালফিউরিক য়্যাসিড ঢালিতে হয়। সাধারণতঃ ১ পাউণ্ড ব্লৗচিং পাউডারই যথেষ্ট । এই গ্যাস পারদা কার্পেট প্রভৃতির শোধন করিতে পারে না, কেবলমাত্র বর্ণ বিনাশ করে। অল্প মাত্রায় ক্লোরীণ উগ্র এবং শ্বাস-রোধক, অধিক মাত্রায় প্ৰাণনাশক । অতএব গৃহে ক্লোরীণ উৎপাদনের উদ্যোগ করিয়া ত্বরায় পলাইয়া আসা কৰ্ত্তব্য। ক্লোরাস্ য়্যাসিড মিশ্রিত ক্লোরীণ বা ইউক্লোরীন কখনও কখনও ব্যবহৃত হইয়া থাকে। ইহার গন্ধ ভাল এবং উৎপাদন প্ৰণালী সহজ, কিন্তু শোধন গুণ ক্লোরীণ অপেক্ষা নিকৃষ্ট ।