পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হণস বিলাহ্ম পাচালি । ১৩ চন্দ্রর কুঞ্জে ত্রিভঙ্গ, চন্দ্রার করিলে আশা সাঙ্গ বফ হে ৷ করিতে রণধীর মান ভঙ্গ, যোগী সেজে ত্রিভঙ্গ, রাধার সুঞ্জে দাড়ায়ে কৃষ্ণ হে । তুচ্ছ মানের লাগি, ষ্টয়েছ নবীন যোগী, ছি ছি লোকে দেথিলে কি বলিবে কৃষ্ণ হুে । চন্দ্রনন ভস্মে ঢাকা, অঙ্গে ভস্ম ভূষণ মাথা, ছিড়ি কৃষ্ণ এক চক্ষে দেখা যায় হে । যে গলে শোভে বনমালা, পোরেছ হে হাড়ের মালা,ভিক্ষের ঝোল কক্ষে দেথে চক্ষে দুঃথে মরি হে। তেজে চূড় মাথায় জটা,কটি দেশে কেপী ন তাট, সন্ন্যাসের ছট দেখে বুক ফাটে হে ৷ তেজে বাশী বাশাস্বরে, শিঙ্গে ডস্তুর লয়েছ করে; দেখে প্রাণ কেমন করে কৃষ্ণ হে i ঈশ্বরচন্দু বলে বুন্দৈ, লজ্জ। আর দিওনা বৃন্দে, গোবিদের যা হবার ত৷ হল । কর বৃন্দে পরিত্রাণ, মানের কর সমাধান, মান ভিক্ষে রাইকে দিতে বল ॥ " বৃন্দে শ্রীরাধার নিকটে গমন করেন। ও শ্রীর ধার মান ভঙ্গ । গীত রাগিণী ভৈরবী । তাল মধ্যমান ! ত্রিভঙ্গহে ভঙ্গি করে কুঞ্জের দ্বারে। ভিক্ষণ দেহি রাধে বলে ডাকিছ শিঙ্গের স্বরে ৷ চন্দ্রীমন ভক্ষে ঢাকা, ভস্ম ভূষণ অঙ্গে মাথা, কটি দেশে কোপান আট জটা শোভিছে শিরে । ছড়া । কৃষ্ণেয় লজ্জ দিরে দুর্তী, যথায় আছেন শ্ৰীমতী,দ্রুতগতি বৃন্দেদূতী, কুঞ্জেপ্রবেশল। রাধার নিকটে আসি, বন্দে কন হাসি হাসি, ক্লাধার