পাতা:হংসবিলাস পাঁচালি.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ইe হসে বিলাস পচালি । শেষে হব ভেক বর অধম উত্তম হইতে অনেকে চেষ্টা পায়। দূরাচার যেই মূৰ্খ বোধ নাই তার সূক্ষ। সূক্ষ, সুপথ কু পথ ভ্ৰমে ভ্ৰমিী মিছে ভেকিনী করনা জাক, ঢাক২ চেপরা নাক, গরুড় হয়ে কি হব কাক, তোর প্রেমে মজে হয়ে কুপথগামী ॥নাম ধরি অলি কুল; তোর প্রেমে মজে কুল, অকূলে ডুবাব কূল, আঁকুল হয়ে অকূলে ভাসিব । হয়ে আমি নলিনীর স্বামী, কেন হব নাচগামী, নীচ ক্ষেত্রে বীচ কি জন্যে রোপিব । রোপিলে নীচ (ক্ষত্রে বীচ, ক্ষেত্র দোষে হবে নীচ; নীচ ক্ষেত্রে নীচের গমন । মিছে কেন কর আশা; পূণ হবেন আশার আশা; অপ্রাপ্ত ধনে কেন কর আকিঞ্চন ৷ হইয়ে ভেকের রমণী, চন্দ্রকে ধরিতে ধনী, বাঞ্ছ। মনে কর ধনী, বিরহানলে হইয়ে আকুল ৷ নাইতব বিবেচনা; লৌহাতে কাঞ্চন মিশেন৷ হিরের সহ জিরের সমতুল ৷ ঈশ্বর চন্দ্র বলে ধনী, হইয়ে ভেকের রমণী, মজিতে চাওধনী, ভ্রমরের প্রেমে হয়ে তমি জল বিন্দু, ডুবাইতে ইচ্ছে কয় সিন্ধু বিন্দু বরিষণেসিন্ধু, ভুবন কোন ক্ৰমে । গীত রাগিণী থাম্বজি। তাল থেমটা । ছিছি ভূেকিনী আমায় ও কথা আর বোলন ভেকের রমণী হয়ে ভ্রমরে আশা করন। আমি ভ্রমর মধুকর, নলিনীর প্রাণেশ্বর, নলিনীর কমন্সে মধু করি পান তোরে ছুলে ভ্রমর কুলে একজাঙ্ক চাকিবেনা ৷