পাতা:হঠাৎ নবাব.djvu/১০২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক । ఫెd দরি। এর উত্তর আর কি দেব, যে রকম আহার কচ্চি তাভেই যথেষ্ট উত্তর দেওয়া হচ্চে । জু। আহা হাত দুখানি কি সুন্দর! দরি। হাত এমনই কি ভাল, তবে হাতে যে হীরেট আছে তার কথা যদি বলেন, হঁ। সেটা অতি সুন্দর । জু। আমি বেগম, আমি ধীরের কথা পাড়ব ?—ন। ভগবান যেন তা হতে তামাকে রক্ষণ করেন । তা হলে তো ভদ্র লোকের মত কাজ করা হবে না ; আর পীরেটার মূল্য কিছুই নয়। দরি। আপনার বেচি ভারি উচু নজর। জু । আপনার ভাতত্বে অনুগঙ্গ— দে। ( জুর্দাকে ষ্টসারা করিয়া) আরে কে আছিস, জুদাকে এবং ঐ ভ= লাকদের একটু মদ দেওয়া হোক । ও’র অনুগ্রহ করে একটা মদের গান গাইতে আরস্ত করুন । দরি। ভাল ভোজের সঙ্গে ভাল গানবাজনা যেমন চাটনি হয় এমন আর কিছু না- যাহোক আমোদের আয়োজনট। বেশ হয়েছে । জু। বেগম, এতো নয়— দে। জুর্দ এখন এসে আমরা চুপ ক'রে শুনি— আমরা যাই কথা কই না কেন, তার চেয়ে এই গায়ক মতাশয়দের কথা অবশ্যি বেশি ভাল লাগবে ! ( হস্তে পেয়াল ধরিয়া প্রথম ও দ্বিতীয় গায়ক একত্রে। )