পাতা:হঠাৎ নবাব.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম অঙ্ক । * প্রেমে যে জন গদগদ, তারেই যদি প্রাণে বধ' যে জন তোমার শত্রু তাহার না জানি কি দশা কর । জু। এ গানটা কেমন দুঃখের দুঃখের ঠেকচে । শুনলে কেমন ঘুম আসে। এমন একটা গান শুনতে চাই যাতে প্রাণটা উল্‌সে ওঠে । গা-ওস্তাদ —যে রকম কথা সেই রকম সুর হওয়া চাইত মহাশয় ! জু। — কিছু দিন’ হ’ল একটা বড় সরেস গান শিখেছিলুম।—রোস—কি ভাল সে গানটা ? ন। ওস্তাদ। —আমি ত মহাশয় জানিনে । জু। - তাতে একটা পাঠার কথা আছে । না-ওস্তাদ –পাঠা ? জু। - স্থা পাঠ। ( গানারম্ভ ) প্রিয়ে, ভোরে বড়ই মিষ্টি ভেবে ছিলেম আগে, এমন মিষ্টি মুখশশি পাঠা কোথায় লাগে । হায়, হায়, দেখছি এখন, এমন তোর কঠিন মন তোর কাছে (প্রেয়সী আমার) হার মানে বনের বাঘে ! এ গানটা খুব সরেস না ? গা-ওস্তাদ ।—বড় সরেস । এমন আর হয় না!