পাতা:হঠাৎ নবাব.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । (t? আরম্ভ করেছি, সেই অবধি বরং আমার বুদ্ধি খুলেচেআর, তুমি যেমন সামান্য লাকদের সঙ্গে মেশে, এ তার চেয়ে ঢের ভাল ! স্ত্রী। তা তা বটেই। বড় লোকদের সঙ্গে মেশায় তো ঢের লাভ ; সেই নবাবটার সঙ্গে ভাব করে ভূমি যে রকম কাজ গুছিয়েছ তা আর— জু। চুপ ; কি বোলুচ তুমি একবার ভেবে দেখো— এ তুমি বেশ জেনো স্ত্রা, যার কথা তুমি বলুচ–সে কেমন লোক তা তুমি জান না। তুমি জান না যে সে একজন মস্তলোক, একজন রাজ-দরবারের গণ্য মান্য নবাব, আর আমি এখন যেমন তোমার সঙ্গে কথা কচ্চি, তিনি তেমনি রাজার সঙ্গে কথা কন । আর অমন বড় লোক প্রায়ই আমার বাড়িতে আসে, আমাকে প্রিয় বন্ধু বোলে তার সমকক্ষ লোকের মত আমার সঙ্গে ব্যবহার করে—এতে কি আমার খুব নাম বাড়বে না? আর আমার উপর তার এত অনুগ্রহ যে তুমি তা মনে ও করতে পার না—আমাকে যখন সে আদর করে তখন আমি ভ্যাবাচ্যাক থেয়ে যাই । স্ত্রী। হুঁ, তোমার উপর ভার যথেষ্ট অনুগ্রহ, আর তোমাকে খুব আদর করে ও বটে—কিন্তু এদিকে তোমার কাছ থেকে টাকা ধার ক'রে যে তোমার ঘাড় ভাংচে । জু। অমন বড় লোককে টাকা ধার দেওয়া কি মানের