পাতা:হঠাৎ নবাব.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bペ হঠাৎ নবাব। জু স্ত্রী। সামান্য দোকানদারদের ঘরে কি আমাদের জন্ম না ? জু। সে দুষ্ট লোকের মিথ্যা রটনা । জু-স্ত্রী। আমাদের দুজনেরই বাপ কি দোকানদার ছিলেন না ? জু। মর মাগি ! ও কথা কি আর ফুরোবে না ? তোমার বাপ যদি দোকানদার হন, তবে সেটাতো তার পক্ষে আরও খারাপ ; কিন্তু আমার বাপের কথা যদি বল, তা লোকে যদি তার বিষয় ওরকম বলে, সে না জেনে শুনেই বোলে থাকে । আর কিছু না, আমার বক্তব্য এই যে আমি একটি বড়লোক জামাই চাই । জু-স্ত্রী। তোমার মেয়ের এমন একটি স্বামী চাই যে তার উপযুক্ত হবে ; একজন কদাকার ভিক্ষুক বড়লোকের চেয়ে, ভাল দেখতে, টাকা কড়ি-ওয়ালা একজন সামান্য ভদ্র লোকের ছেলেও তার পক্ষে ভাল । নি। সে কথা সত্যি আমাদের গায়ে একজন জমিদারের ছেলে আছে,তার মত কদাকার বোকা লোক আমি কখন দেখি নি । জু। (নিকোলের প্রভি) চুপ কর, বেয়াদব । তুই সারা দিন ভেড়ে ফুড়ে আমাদের কথার মধ্যে আসিস কেন বল দিকি ? আমার মেয়ের জন্য আমার যথেষ্ট টাকাকড়ি