পাতা:হঠাৎ নবাব.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হঠাৎ নবাব । راہ b যার বুদ্ধি আছে সেই তা বুঝতে পারে, কিন্তু ও লোকটার কাছে যা ইচ্ছে ভাই বেমালুম চালানো যেতে পারে । বেসি ফিকির টিকির করতে হয় না। যা ওকে বুঝিয়ে দেওয়া যাবে তাই ও বিশ্বাস করবে। সাজবার লোকও আছে, সাজ ও মজুদ আছে ; আমাকে আপনি এখন কেবল কাজটা করতে দিন । কুে। কিন্তু আমাকে আগে বল্— কো । আমি এখনি সব বলুচি। এখন এখান থেকে যাওয়৷ যাক, বুড়োটা এই দিকে আবার আস্চে । esoms'sso পঞ্চদশ দৃশ্য। জুর্দ্যা একাকী । জু। এর মানে কি ? বড়লোক নিয়ে লোকে আমাকে কেবল ঠাট্টা করে ; কিন্তু আমি দেখচি বড় লোকদের সঙ্গে মেশাচ্চেয়ে ভাল কাজ আর কিছুই নাই। তাদের ওখানে যেমন ভদ্রতা ও সম্মান এমন আর কোথাও নেই ; আর, রাজা কিম্বা মহারাজা হয়ে জন্মাতে গেলে যদি আমার হাভের দুটা আঙ্গুল কেটে ফেলতে হয় তাতেও আমি রাজি আছি ।