পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

s". আদি পুস্তক । {১ অধ্যায় । ১ও প্রাতঃকাল হইলে পঞ্চম দিবস হইল। ৭ ২৪ তাহার পর ঈশ্বর আজ্ঞা করিলেন, পৃথিবীতে গ্রাম্য ও বন্য পশু ও উরোগামি জন্তু প্রভৃতি নানা ২৫ জাতীয় জন্তু বর্গ উৎপন্ন হউক তাহাতে সেই ৰূপ হইল। এই ৰূপে ঈশ্বর নানা জাতীয় গ্রাম্য ও বন্য পশুগণকে ও ভূমির নানা জাতীয় উরোগামি জন্তু গণকে সৃষ্টি করিয়া সকলকেই উত্তম দেখিলেন। ৮ ২৬ পরে ঈশ্বর কছিলেন, আমরা আপনাদের প্রতি মুর্ভিতে ও সাদৃশ্যে আদমের (অর্থাৎ মনুষের) সৃষ্টি করি ; তাহার। জলচর মৎস্যগণের ও খোচর পক্ষি গণের এবং গ্রাম্য ও বন্য পশুগণের ও তাবৎ পৃথিবীর ২৭ এবং ভূমি স্থিত উরোগামি প্রাণবর্গের উপরে কতৃত্ব করবে। পরে ঈশ্বর আপন প্রতিমূৰ্ত্তিতে মনুষ্যের সৃষ্টি করিলেন : ঈশ্বরের প্রতিমূৰ্ত্তিতেই তাঁহার ২৮ সৃষ্টি করলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগের সৃষ্টি করিলেন । পরে ঈশ্বর তাহাদিগকে এই আশীৰ্ব্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও, এবং পৃথিবীকে পরিপূর্ণ করিয়া বশীভূত কর, এবং জলচর মৎস্যগণ ও খেচর পক্ষিগণ ও ভূমিস্থ উরোগামি জন্তুগণের উপরে কতৃত্ব কর । ৯ ২৯ ঈশ্বর আরো কহিলেন, দেখ, পৃথিবীস্থ তাবৎ সীজ ওষধি ও তাবৎ সবীজ ফলদায়ি বৃক্ষ তোমাদের * সাহারার্থে দিলাম। এবং বন্য পশু ও খেচর পক্ষী