পাতা:হিন্দু ও খ্রীষ্টীয়ধর্ম বিচার.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় 1] আদিপুস্তক। . 4 ১৭ সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজনকরিও; কিন্তু সদসৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করিও না, কেননা যে দিনে তাহা করিরা, সেই দিনে নিতান্ত মরিবা। ১৪ ১৮ অনস্তর প্রভু পরমেশ্বর কহিলেন, একাকী থাকা মনু ষ্যের বিহিত নয়, আমি তাহার উপযুক্ত এক সহকারী ১৯ নিৰ্ম্মাণ করিব ৷ প্রস্তুপরমেশ্বল্পকর্তৃক্ষত্তিক নিৰ্ম্মিত বনপশু ও খেচর পক্ষিগণের কিনাম আদম্রাখিবে, তাহা জানিতে যে সময়ে ঈশ্বর তাবৎ প্রাণিকে তাহার নিকটে আনিলেন, তৎকালেসে যাহার যে নাম রাখিল, তাহার ২০ সেই নাম হইল। কিন্তু আদম্ যে পশুদের ও খেচর পক্ষিদের ও বন পশুদের নাম রাখিল, তাহাদের মধ্যে ২১ আড়মের উপযুক্ত এক সহকারী প্রাপ্ত হইল না। অন স্তর প্রভু পরমেশ্বর আদমকে ঘোর নিদ্রিতকরিয়া সেই নিদ্রা সময়ে তাহার এক পঞ্জর লইয়া মাংস দ্বারা সেই ২২ ক্ষতস্থানপুরাইলেন। এবং প্রভু পরমেশ্বর কর্তৃক আদম্ হইতে নীত যে পুঞ্জর, তদ্বারা এক স্ত্রী নিৰ্ম্মাণ করিয়৷ ২৩ তাহাকে আদমের নিকটে আনিলেন। তখন আদম্ কহিল, এ আমার অস্থির অস্থিও মাংসের মাংস এবং এ স্ত্রী নরহইতেজন্মিয়াছে,এই নিমিত্তেইহার নাম নারী ২৪'রাথির্তে হইবে এবং মনুষ্ঠ্য সাপৰ পিতা মাতাকে ত্যাগ করি আপন স্ত্রীতে আসক্ত হইবে, এবু সে (ইস্ত্র) খাইয়া খাও" + ইত্ৰ মরিয়া’মরিধ