পাতা:কাব্যগ্রন্থ (প্রথম খণ্ড).djvu/১৫৩: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য

উইকিসংকলন থেকে
Preetidipto.21 (আলোচনা | অবদান)
Preetidipto.21 (আলোচনা | অবদান)
সম্পাদনা সারাংশ নেই
পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):পাদটীকা (অন্তর্ভুক্ত হবে না):
১ নং লাইন: ১ নং লাইন:
{{rh||৩৯|}}
{{rh||১৩৯|}}

০৬:১৩, ৭ আগস্ট ২০২০ তারিখে সংশোধিত সংস্করণ

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মহাস্বপ্ন

পূর্ণ আত্মা জাগিবেন, কভু কি আসিবে হেন দিন ?
অপূর্ণ জগৎ-স্বপ্ন ধীরে ধীরে হইবে বিলীন ?
চন্দ্র সূৰ্য্য তারকার অন্ধকার স্বপ্নময়ী ছায়া
জ্যোতির্ম্ময় সে হৃদয়ে ধীরে ধীরে মিলাইবে কায়া।
পৃথিবী ভাঙিয়া যাবে, একে একে গ্রহ তারাগণ,
ভেঙে ভেঙে মিলে যাবে একেকটি বিম্বের মতন।
চন্দ্র সূৰ্য্য গ্রহ চেয়ে জ্যোতির্ম্ময় মহান্ বৃহৎ
জীব-আত্মা মিলাইবে একেকটি জলবিম্ববৎ,
কভু কি আসিবে, দেব, সেই মহাস্বপ্ন-ভাঙা দিন,
সত্যের সমুদ্র মাঝে আধ-সত্য হয়ে যাবে লীন ?
আধেক প্রলয়-জলে ডুবে আছে তােমার হৃদয়,
বল, দেব, কবে হেন প্রলয়ের হইবে প্রলয় ?


১৩৯