পাতা:যশোহর-খুল্‌নার ইতিহাস দ্বিতীয় খণ্ড.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসন্ত রায় b"> অথবা নূতন স্থানের উপনিবেশ বলিয়া বসন্ত রায় ইহার নাম প্রবাসপুরও রাথিতে পারেন। পরবাজপুরে এখনও বহু মুসলমানের বাস আছে ; এই স্থানে পাঠান সেনাদলের ছাউনি ছিল ; তাহাদেরই উপাসনার জন্য এখানে বিক্রমাদিত্যের রাজত্ব কালে একটি অতি সুন্দর মসজিদ নিৰ্ম্মিত হয়। মসজিদটির বাহিরের দৈর্ঘ্য পূৰ্ব্ব পশ্চিমে ৫২-৫ ইঞ্চি এবং উত্তর দক্ষিণে বিস্তার ৩৯-৮ ইঞ্চি । মসজিদটি দুইটি ঘরে বিভক্ত ; পশ্চিমের ঘরটি এক গুম্বজের নিয়ে বেশ বড় ঘর, তাহার ভিতরের মাপ ২১-৮ x ২১—৮% এবং পূৰ্ব্ব দিকের ঘরটি তিন গুম্বজের নিয়ে, উহার পরিমাণ ২৪—৮× × ৬—১০% মাত্র। দুইটি ঘরের কোণে কোণে ৬টি মিনার আছে। বড় ঘরের উত্তর দক্ষিণে ২টি এবং ছোট ঘরের পূৰ্ব্বপশ্চিমে ২টি মুসলমানী খিলানওয়ালা প্রবেশ পথ ; খিলানের উচ্চতা ১১–৩র্ণ ইঞ্চি। দেওয়ালের ভিত্তি ৫ —৯% এবং বাহিরের প্রলম্বিত শিল্পকাৰ্য্য সমেত, a’ ফুট। মেজে হইতে বড় গুম্বজের উচ্চতা ৩০ ফুটের কম নহে। ইহার স্থাপত্য সম্পূর্ণ পাঠান আমলের ; কারণ তখনও মোগল পদ্ধতি প্ৰবৰ্ত্তিত হয় পরবাজপুরের মসজিদ > >