পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পদাবলী—গোবিন্দ দাস—১৬শ শতাব্দী। S OOH উঠইতে ফণি-মণি উজোর হেরি। কনক-দণ্ড বলি ধর কত বেরি ॥ (১) ঐছনে সোপলু তৈছে নিজ-দেহ। অপরূপ ঐছন তোহারি স্থলেহ ॥ এতদিনে প্রেমক পরিচয় ভেল। গোবিন্দ দাস ভরম দুরে গেল । অম্বরে ডম্বর ভরু নব মেহ । (২) বাহিরে তিমির না হেরি নিজ-দেহ ॥ অন্তরে উয়ল (৩) শুমের ইন্দু। উছলল মনেহি মনোভব-সিন্ধু ॥ অব যনি সজনি করহ বিচার । শুভ খনে পহিয়ার (৪) নীল নিচোল ॥ কি ফল বহিয়ে কষ্ণুক-ভার। দুরে কর মোতিম সোতিনী (৫) হার ॥ তহু সখি দেখহ দেহুরি লাগি । গুরুজন অবহু ঘুময়ে জাগি। চলইতে দিগ-ভরম জানিল হোই। গোবিন্দ দাস সঙ্গে চলু গোই ৷ চাদিনী রজনী উজোরলি গোরী। হরি-অভিসারে রভস রসে ভোরি ॥ ধবল আভরণ অম্বর ধরই। ধবলিম কৌমুদী মিলি তনু চলই । (৬) (১) উঠিবার সময় ফণীর মণি উজ্জ্বল দেখিয়া সপকে কনক-দণ্ড ভ্ৰমপূৰ্ব্বক কতবার তাহ ধরিল। (২) ডম্বর =আড়ম্বর। আকাশমণ্ডল নব মেঘ-রাশির আড়ম্বরে পূর্ণ হইল। (৩) উয়ল=উদিত হইল । (৪) পরিধান কর । (৫) সাত-লহরী, সাত-নরী। (৬) ধবল বস্ত্র ও ভূষণ পরিধান করিয়া জ্যোৎস্নার সঙ্গে যেন মিশিয়া চলিয়া যাও। এই জন্ত কবি শুভ্র কুন্দ-কুসুম এবং মতির হার পরিতে বলিতেছেন ।