পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/১২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

a b^్చ বঙ্গ-সাহিত্য-পরিচয় । কর পরশিতে মলু করু অনুবন্ধ। শপতি (১) করায়ল রতি নিরবন্ধ ॥ (২) কুল অবলা হাম সে যুবরাজ । নিরজনে তা সঞে হট নাহি কায ॥ (৩) পেখলু হাম যে সঙ্কট ভেল। লোচন-ইঙ্গিতে অনুমতি দেল ॥ (৪) এ সখি অব কিয়ে করিয়ে বিধান । আজু পুন মন্দিরে আওব কান ৷ কহ ঘনশ্যাম দাস মুখ গোই (৫)। সতী-অনুমতি কৰ্ভু অসতী না হোই ॥ কুসুম-শয়ন সাজি পুন নিন্দই পুন সাজই কত বেরি। আভরণ তেজি তবহু পুন পহিরহি নিজ তনু পুন পুন হেরি ॥ মাধব আজু পুলক তুহু কেল। সে ধৈর্য রতি তোহারি সমাগতি লাগিউ মতি ভেল ॥ পুন পুন কহই যতন করি রচয়ি মৃগমদ সঞে ঘনসার (৬)। অগুরু বলিত ললিত অনুলেপন তোহারি বিমল উপচার ॥ উজর দীপ (৭) উজারই পুন পুন কহত ভরমময় (৮) ভাষ। হৃদয় উল্লাস হাস দরশায়ই কহ ঘনশ্যাম দাস ॥ আজুক মিলন-সময় নিরবন্ধ। সোই কয়ল করি কত পরবন্ধ ॥ করে কর পরশিয়া পুন শিরে রাখি। শপথি করায়ল মনমথ সাখি ॥ (৯) (১) শপথ । (২) তাহার সহিত আমার প্রীতির বিষয় শপথ করাইল। (৩) নির্জনে তাহার সঙ্গে কলহ করা উচিত নহে। (৪) সুতরাং আমি চক্ষের ইঙ্গিত দ্বারা তাহাকে অনুমতি দিলাম। (৫) লুকাইয়া। (৬) সঞে= সঙ্গে। ঘনসার = চন্দন। (৭) উজর =উজ্জ্বল। দীপকে বার বার উজ্জ্বল করিয়া। (৮) ভরম=সন্ত্রম । (৯) আমার হস্ত দ্বারা তাহার হস্ত স্পর্শ করাইয়া এবং আমার হস্ত পুনরায় তাহার মস্তকে স্থাপনপূর্বক মন্মথকে সাক্ষী করিয়া শপথ করাইল ।