পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত—কৃষ্ণকমল গোস্বামী—জন্ম ১৮১০ খৃঃ। >Qb-a তদুপরি মুখ প্রফুল্ল কমল, দেখিয়ে দুলভে, সে প্রাণবল্লভে, আজি কি সম্পদ লোভে না পারি বলিতে ॥ অতুল রাতুল চরণ-কিরণে, লজ্জিত তরুণ অরুণ-কিরণে, . সুমধুর রণে কি রণে কি রণে, রতন-মঞ্জীর-চ্ছলেতে। দেখ গো সঙ্গতি সৈন্ত চতুরঙ্গ, মনোরথ-রথে মানস তুরঙ্গ, আনন্দ পদাতি, গৰ্ব্ব মত্ত হাতী, ৰেন রণে রতি-পতি জয় করিতে ॥ রাধা সুরধুনি, স্যাম সিন্ধুসম, হইলে নাগরী-নাগর-সঙ্গম, হইবে যে আজ বনেতে । আমরা যেয়ে সেই কামনা-সাগরে, ডুবাইব মন যে কামনা করে, সে কামনা মোদের পূরিবে সত্বরে, হেন জ্ঞান যেন হ’তেছে মনেতে ॥ যুগল-মিলন। দেখ দেখু সহচরি, আমাদের কিশোরী, শু্যাম গুণধামের বামে কিবা সেজেছে । রূপে কিশোর যেমন কিশোরী তেমন, আর কি এমন জগতে আছে, (নয়ন জুড়াইতে )— ॥ ত্রিভঙ্গ-ভঙ্গীতে দাড়াল ত্রিভঙ্গী, দেখনা রঙ্গিণীর দাড়াবার কি ভঙ্গী, ভঙ্গীতে ভঙ্গীতে মিলেছে 5 উভয়েতে হেরি উভয়েরি আস্তে, দেখনা কি শোভা করেছে ; কিবা মৃদ্ধ মধুর ভাষে, বঁধুরে সন্তাষে, আভাসে আমাদের মন হরেছে।