পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

չԳՋԵ বঙ্গ-সাহিত্য-পরিচয় । শূন্তের উপরে আছে এই ভূমি পিণ্ডের উপরে ও অধোভাগে ও পার্শ্বে যথা বিভক্ত স্থানে দেবতা মনুষ্য দানব দৈত্য পশু পক্ষী পৰ্ব্বত গ্রাম নগর বন নদী নদাদিরূপ কেশর নিকরেতে কদম্ব কুমুমের গ্রন্থির ন্তায় গ্রথিত আছে । এই ভূমণ্ডলের পরিধি ৪৯৬৭ যোজন ইহার ব্যাস ১৫৮১ যোজন। পৃথিবীর মধ্যস্থলে লঙ্ক তাহার পূৰ্ব্বে যমকোট পশ্চিমে রোমকপত্তন অধোভাগে সিদ্ধপুর উত্তরে সুমেরু দক্ষিণে বাড়বানল। এই ছয় স্থান পরস্পর ভূগোলের চতুর্থাংশান্তরে আছে। ভূমি পিণ্ডের অৰ্দ্ধেক লবণ সমুদ্রের উত্তর জম্বুদ্বীপ। ভূপিণ্ডের আর অৰ্দ্ধেকেতে জম্বুদ্বীপের দক্ষিণ ভাগে শাক শাল কৌশক্ৰৌঞ্চ গোমেদক পুন্ধর এই ছয় দ্বীপ এবং লবণ ক্ষীর দধি ঘৃত ইক্ষু রস মদ্য স্বাছ জল নামে সপ্তসমুদ্র আছে। এইরূপে পৃথিবী সপ্তদ্বীপ। ঐ সপ্তদ্বীপের মধ্যে জম্বুদ্বীপ নামে এই দ্বীপ ইহার নবখণ্ড । তাহার প্রত্যেকের নাম ভারতবর্ষ কিন্নরবর্ষ হরিবর্ষ কুরিবর্ষ হিরণ্যয়বর্ষ রম্মকবর্ষ ইলাবৃতবর্ষ ভদ্রার্শ্ববর্ষ কেতমানবর্ষ। ঐ নববর্ষের মধ্যে ভারতবর্ষ নামে এই বর্ষ ইহার নব ভাগ। সে সকল ভাগের নাম এই ঐন্দ্র কশেরু তাম্রপর্ণ গভস্থিমৎ নাগসৌম্য বারুণ গানধৰ্ব্ব কুমারিকা। ঐ নব ভাগের মধ্যে বর্ণাশ্রম ব্যবস্থা এই কুমারিক খণ্ডেতে আছে আর সকল খণ্ডেতে অন্তজ লোকের বসতি। ভারতবর্ষের মধ্যে মাহেন্দ্র শুক্তি মলয় ঋক্ষ পারিপাত্র সহ বিন্ধ্য এই সপ্তকুলাচল আছে। লঙ্কা হইতে উত্তর হিমালয় পৰ্ব্বত তাহার উত্তরে হেমকুট পৰ্ব্বত তাহার উত্তর নিষধ পৰ্ব্বত এবং সিদ্ধপুর হইতে উত্তরে শৃঙ্গবান ও শুক্ল ও নীল পৰ্ব্বত এই ছয় পৰ্ব্বত পূৰ্ব্ব পশ্চিম সমুদ্র পর্য্যন্ত দীর্ঘ। দুই পৰ্ব্বতের মধ্যে যে স্থান তাহার নাম দ্রোণী দেশ । যমকোটি পত্তন হইতে নীল ও নিষধ পৰ্ব্বত পৰ্য্যন্ত মাল্যবান পৰ্ব্বত । রোমকপত্তন হইতে নীল ও নিষধ পৰ্ব্বত পর্য্যন্ত গন্ধমাদন পৰ্ব্বত । মাল্যবান পৰ্ব্বতের ও লবণ সমুদ্রের মধ্যবৰ্ত্তা যে স্থান তাহার নাম ভদ্রতুরগবর্ষ। গন্ধমাদন পৰ্ব্বত হইতে লবণ সমুদ্র পর্য্যন্ত যে স্থান তাহার নাম কেতুমানবর্ষ। নিষধ ও নীল ও গন্ধমাদন ও মাল্যবান পৰ্ব্বতে বেষ্টিত যে স্থান তাহার হাম ইলাবৃতবর্ষ। লঙ্কা হইতে উত্তরে ভারত ও কিন্নর ও হরিবর্ষ। সিদ্ধপুর হইতে উত্তরে কুরু ও হিরন্ময় ও রম্যবর্ষ আছে। ইলাবৃতবর্ষের মধ্যবর্তী সুমেরু পৰ্ব্বত। স্বমেরুর পূর্বদিকে মন্দর পর্বত উত্তরে সুগন্ধ পৰ্ব্বত পশ্চিমে বিপুল পৰ্ব্বত দক্ষিণে স্থপাশ্ব পর্বত। ঐ চারি পর্বতের উপরে কদম্ব জন্তু বট পিপ্পল এই চারি কেতুবৃক্ষ এবং ঐ জম্বুবৃক্ষের নীচে জাম্বনদী এবং চিত্ররথ বিচিত্র ধৃতি বৈভ্রাজক এই চারি ।