পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৬৪
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

ত্রিপদী৷

মন ও জীবের উক্তি-প্রত্যুক্তি।দূর করি মিছা ভয়,
জোর করি মন কয়,
শুন জীব বচন আমার
কি কার্য্য করিলা রায়,
ঘটিল বিষম দায়,
চিন্তহ উপায় আপনার॥
কাম লোভে অন্ধ হৈয়া,
দয়া ধর্ম্ম তেয়াগিয়া,
কুকার্য্যে মজিলে মহারাজ।

শুনিয়া মনের কথা,
মরমে পাইয়া ব্যথা,
কহে জীব মন-প্রতি রোষে
তোমার বচন ধরি,
যাহা বল তাহা করি,
আমাকে ঠেকাও কেন দোষে॥
তুমি ছাড়া আমি কবে,
তব ইচ্ছা নহে যবে,
কোন কর্ম্ম না করি কখন।
ধর্ম্মাধর্ম্ম নাহি জানি,
তোমার বচন মানি,
করিছি যা বলিছ যখন॥

পুনঃ মন কহে হাসি,
এ বড় কৌতুক বাসি,
হায় হায় একি অবিচার
দেহ-ভূমে রাজা তুমি,
মন্ত্রী অনুযায়ী আমি,
বুদ্ধি মন্ত্রী সতত তোমার॥
ইন্দ্রিয় যে দশজন,
তব কাযে অনুক্ষণ,
সতত আছয়ে করযোড়ে