পাতা:গল্পগুচ্ছ (দ্বিতীয় খণ্ড).djvu/২৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

नष्प्लेनौफ़ - Յյֆ তা হলে সিন্ধর ; अभल कश्लि, “शाँ।” চার্য। মেয়েটি ভালো কি মন্দ তাও বুঝি একবার দেখতে যাবারও তর সইল না। তোমার বে এমন দশা হয়ে এসেছে তা তো একটা আভাসেও প্রকাশ কর নি। ভূপতি। অমল, মেয়ে দেখতে চাও তো তার বন্দোবস্ত করি। খবর নিয়েছি, प्रक्टर्बाप्ने नयिन्मन्नौ । অমল। না, দেখবার দরকার দেখি নে । চার্য। ওর কথা শোন কেন। সে কি হয়। কনে না দেখে বিয়ে হবে ? ও না । দেখতে চায় আমরা তো দেখে নেব । অমল। না দাদা, ঐ নিয়ে মিথ্যে দেরি করবার দরকার দেখি নে । চায়। কাজ নেই বাপ-দেরি হলে বুক ফেটে যাবে। তুমি টোপর মাথায় দিয়ে এখনি বেরিয়ে পড়ো। কী জানি, তোমার সাত রাজার ধন মানিকটিকে যদি আর কেউ কেড়ে নিয়ে যায়! অমলকে চার কোনো ঠাট্রাতেই কিছুমাত্র বিচলিত করিতে পারিল না। চার। বিলেত পালাবার জন্যে তোমার মনটা বঝি দৌড়চ্ছে? কেন, এখানে আমরা তোমাকে মারছিলাম না ধরছিলাম ? হ্যাট কোট পরে সাহেব না সাজলে এখনকার ছেলেদের মন ওঠে না। ঠাকুরপো, বিলেত থেকে ফিরে এসে আমাদের মতো কালা আদমিদের চিনতে পারবে তো ? অমল কহিল, “তা হলে আর বিলেত যাওয়া কী করতে।” ভূপতি হাসিয়া কহিল, “কালো রপে ভোলবার জন্যেই তো সাত সমদ্র পেরোনো। তা ভয় কী চার্য, আমরা রইলাম, কালোর ভক্তের অভাব হবে না।" ভূপতি খুশি হইয়া তখনই বর্ধমানে চিঠি লিখিয়া পাঠাইল। বিবাহের দিন স্থির হইয়া গেল। - স্বাদশ পরিচ্ছেদ ইতিমধ্যে কাগজখানা তুলিয়া দিতে হইল। ভূপতি খরচ আর জোগাইয়া উঠিতে পারিল না। লোকসাধারণ-নামক একটা বিপলে নিমাম পদার্থের যে সাধনায় ভূপতি দীর্ঘকাল দিনরাতি একান্তমনে নিযুক্ত ছিল সেটা একম হতে বিসঙ্গীন দিতে হইল। ভূপতির জীবনের সমস্ত চেষ্টা যে অভ্যন্ত পথে গত বারো বৎসর অবিচ্ছেদে চলিয়া আসিতেছে সেটা হঠাৎ এক জায়গায় ষেন জলের মাঝখানে আসিয়া পড়িল। ইছার জন্য ভূপতি কিছুমাত্র প্রস্তুত ছিল না। অকস্মাৎ-বাধাপ্রাপ্ত তাহার এতদিনকার সমস্ত উদ্যমকে সে কোথায় ফিরাইয়া লইয়া যাইবে। তাহারা ৰেন উপস্বাসী অনাথ শিশসন্তানদের মতো ভূপতির মাখের দিকে চাহিল, ভূপতি তাহাদিগকে আপন অন্ত পরে করুণাময়ী নারী তখন কী ভাবিতেছিল। সে মনে মনে বলতেছিল, এ কীষ্টাশ্চৰ, অমলের । বিবাহ হইবে সে তো খব ভালোই। কিন্তু এতকাল পরে আমঞ্চে ছাড়িয়া পরের ' घाख्न क्बािश् कब्रम्ला क्शिाउ अिलम्रा वाद्देश्य, देशएउ अशब्र भष्म अकपिख अक्झेर्पानद्र