পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৪২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లిపిన কলিকতা সেকালের ও একালের । বেহারের নায়েব, মুবাদার পদে নিযুক্ত ছিলেন। তিনি ইংরাজদের ཨ་།་སྟེང་། ། সোরার নৌকা ছাড়িয়া দিয়া, তাহদের অবধি বাণিজ্যের জন্য আদেশ প্রদান করিলেও, মুরশীদ কুলী খণ তাহ আমলেই আনিলেন না । ইংরাজদের মালপত্র বাঙ্গলায় অন্যান্তস্থানেও আটক হইতে লাগিল । আজিমওশ্বান প্রথমে ইংরাজদিগকে সনন্দ দানে প্রতিশ্রত থাকিলেও, শেষ তিনি ইংরাজদিগকে সনন্দের পরিবর্তে “নিশান” দিতে স্বীকৃত হুইলেন । কিন্তু নবাব ইংরাজের প্রধান শত্রু। ইংরাজপক্ষ বহুচিস্তায় ও নানাবিধ পরামর্শের পর বুঝিলেন, তাহীদের ভাগ্য-রস্ক্রস্থিত শনি দেবতাকে সন্তুষ্ট করিতে না পারিলে, র্তাহাদের আর নিস্তার নাই। শেষ মীমাংসা হইল, যে ত্রিশ হাজার টাকা পাইলে, নবাব নিজে ছাড় লিখিয়া দিবেন ও সনন্দ আনাইয়া দিলে তাহাকে আরও সাড়ে বাইশ হাজার টাকা উপহার দিতে হইরে। কেবলমাত্র নবাবের করুণার উপর নির্ভর না করিয়া, ইংরাজপক্ষ স্বাধীনভাবে দিল্লীতে বাদলাহ-দরবারে দূত পাঠাইবার কল্পনা করিতেছিলেন । তাহার যোগাড় যন্ত্রও চলিতেছিল, এমন সময়ে সংবাদ আসিল, সম্রাট বাহাদুর-সহ ইহলোক ত্যাগ করিয়াছেন । ইহাতে আবার চারিদিকে একটা হুলস্থল পড়িয়া গেল ।* 翻 প্রায় পঞ্চবৰ্ষ কাল রাজত্ব করিয়া, সম্রাট বাহাদুর সাহ ইহলোক ত্যাগ করিলেন। মোগল রাঙ্গসংসারের চিরন্তন প্রথানুসারে, সিংহাসন লইয়। পুনরায় বাদসাহ-পুত্ৰগণের মধ্যে বিবাদ উপস্থিত হইল। আজিমওশ্বান মুত বাদসাহের কিছু বেশী প্রিয়পাত্র ছিলেন । বাহাদুর সাহ আজিমওখানকে সৰ্ব্বদা সঙ্গে সঙ্গে রাখিতেন ও তাহার পরামর্শনুসারেই অনেক রাজকাৰ্য্য নিৰ্বাহ করিতেন । লাহোরে বাদসাহের মৃত্যু হয়। মুলতান আজিমওশ্বান রাজকোষ ও গোলন্দাজ সৈন্য আয়ত্বাধীন করিয়া লইলেন। জ্যেষ্ঠ সাহজাদা ময়জুদ্দিন, অভিমান বশে পিতার মৃত্যু সময়ে, তাহার সহিত সাক্ষাৎ পৰ্য্যস্ত করিতে আসেন নাই। প্রধান প্রধান আমীর ওমরাহগণআজিমওশ্বানের পক্ষ-ভুক্ত ছিলেন। সৈন্তবলও তাহার যথেষ্ট ছিল। আজিমওখান যদি এই সময়ে ধীরভাবে কাজ করিতেন, তাহা হইলে সৌভাগ্য-লক্ষ্মী তাছাকেই জয়মাল্য প্রদান করিতেন। কিন্তু এই সময়ে তাহার দুর্ভাগ্যক্রমে, বাদসাহের প্রধান উজীর অধোদ-উদ্দৌলার পুত্র,

  • Snmmary of Consultation, 383.