পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৭০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

వ్రై কলিকাতা সেকালের ও একালের } “ভায়া ! এস্থানের অবস্থা তোমাকে আমি লিখিয়া বুঝাইতে পারিব কি না সন্দেহ ! ঈশ্বর আমাদের রক্ষা করুন। গত ১৬ই আশ্বিনের মহাবৃষ্টিতে দামোদরের বাধ ভাঙ্গিয়াছে। বারদ্বারির নিকট যে বাধ ছিল, তাহা ভাসাইরা লইয়া গিয়াছে। এই বাধ-ভাঙ্গায়, অনেক গঞ্জ গোলা হাটের চিহ্নমাত্র নাই। কত বড় বড় গাছপালা ও গরু, ছাগল, ভেড়া, ভাসিয়া গিয়াছে, তাহার ইয়ভা নাই। আমাদের অবস্থা এখনও নিরাপদ। কিন্তু ঘর বাড়ী কাহারও নাই । ধনী দরিদ্র সবারই সমাবস্থা । আমাদের ঘর বাড়ী এখনও থাকিলেও ভবিষ্যতে থাকিবে কি না সন্দেহ । এ বিপদ ঘটিলে কি যে হইবে, তাহা ভগবানই জানেন ।” গেজেট ইহার উপর মন্তব্য করিয়া লিখিয়াছেন—“এই পৰ ছাড়া, অন্যান্য স্থান হইতেও আমরা সংবাদ পাইয়াছি—দামোদর নদের বাধ ভাঙ্গিয়া সহরের পার্শ্ববৰ্ত্তী অনেক গ্রাম নষ্ট করিয়াছে। দুই হইতে তিন ফিট পৰ্য্যন্ত জল জমিয়াছে। লোকে কেবল পুষ্করিণী প্রভৃতির উচ্চ পাহাড়ের উপর অপ্রিয় লইয়া বসিয়া আছে।” ইহা হইতেছে, ইংরাজী ১৭৮৭ খ্ৰীঃ অব্দের কথা-অৰ্থাৎ বর্তমান বৎসর হইতে একশত সাতাইশ বৎসরের পূৰ্ব্বের ব্যাপার। প্রাচীন কলিকাতার (১৭৯২ খ, অব্দে ) প্রধান প্রধান ঘাট সমুহের তালিক। (১) ওল্ড পাউডার মিল ঘাট। (১৩) জোড়াবাগান ঘাট। ( ২ )ীরঘুমিত্রের ঘাট । (১৪) গোকুল বাবুর ঘাট । (৩) কাশীরাম মিত্রের ঘাট ।- ( ১৫ ) ক’ত মার ঘাট। (৪) বনমালী সরকারের ঘাট। (১৬) পাথুরিয়া ঘাট। { e ) কিতেীয় ঘাট । ( ১৭ ) গিরি বাবুর ঘাট । (৬) বটতলা বৃটি। (১৮) শিবতল ঘট । (৭) স্বতালুট ঘাট । ( ১৯ ) হাটতলা ঘাট । (৮) আহিরিটোলা ঘাট । (২০ ) হরিনাথ দেওয়ানের ঘাট । (৯) মাণিক বস্তুর ঘাট । (২১) শোভারাম বসাকের ঘাট। ( > *) মদন দত্তের বাট । (২২) নবাবের ঘাট। ( ১১ ) টুহু বাৰুর ঘাট । (২৩) বৈষ্ণব দাস শেঠের ঘাট । ( ०२ ) निभङब्णु] ६फ्नै । ( २8) दांनैनांथ वांछे ।