পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ե-Զ օ কলিকাতা সেকালের ও একালের । ডিভিজনাল-কমিশনারের পদে নিযুক্ত হন। ইহার পূৰ্ব্বে জার কোন বাঙ্গালী সিভিলিয়ান, এই উচ্চ পদ লাভ করেন নাই। ১৮৮৭ খৃঃ জ্বলে, রমেশ্চন্দ্র সরকারী কাজ হইতে অবসর গ্রহণ করেন। গবর্নমেন্ট তাহাকে সি, আই, ই উপাধিদান করিয়া গৌরবান্বিত করিয়াছিলেন। সরকারী-কৰ্ম্মে অবসর লইয়াও, রমেশ্চন্দ্রের কৰ্ম্মময় জীবন, এক দিনের জষ্ঠ সাহিত্য-সেবা হইতে বিরত হয় নাই। লগুনের ইউনিভারসিটি কলেজে, বহুদিন ধরিয়া ইনি ভারতীয়-ইতিহাসের অধ্যাপকতা করেন। তৎপরে ভারতে ফিরিয়া আসিয়া, বরোদা-রাজ্যের প্রধান মন্ত্রাপদে নিযুক্ত হন । প্রতিভার জয় সৰ্ব্বত্র । এই নূতন দায়িত্বপূর্ণ কার্ধ্যে রমেশ্চন্দ্র যথে৯ যশঃসঞ্চয় করেন। বঙ্গীয়-সাহিত্য-পরিষৎ নামক বিদ্বৎ-সমিতির, ইনি প্রথম প্রেসিডেন্ট। ১৯০৯ খৃঃ অব্দের জুনমাসে ইনি বরোদণর প্রধান রাজ-মন্ত্রী হন, দুর্ভাগ্যক্রমে বেশীদিন এই মন্ত্রীত্ব কাজ করিতে পারেন নাই । ১৩১৬ সালের ১৩ই অগ্রহণয়ণ র্তাহার দেহান্তর হয় । রমেশ্চন্দ্র রামবাগান দত্তপরিবারের উজ্জ্বল রত্ন । ইনি রসময় দত্তের ভ্রাতা পীতাম্বর দত্তের পৌত্র ও ঈশানচন্দ্র দত্তের মধ্যম পুত্র। রমেশ্চন্দ্রের উপযুক্ত জামাতা, প্রথিতনামা সিভিলিয়ান মিঃ জে, এন, গুপ্ত (ঐযুক্ত জ্ঞানেন্দ্রনাথ গুপ্ত) তাহার স্বর্গগত শ্বশুর-মহাশয়ের এক জীবনবৃত্তান্ত লিথিয়াছেন। এ জীবনবৃত্তান্তে রমেশ্চন্দ্রের সম্বন্ধে অনেক অপ্রকাশিত জ্ঞাতব্য তথ্য অাছে। রমেশ্চন্দ্র প্রতিভাবান লেখক হইয়াও, বাঙ্গালীর নিকট প্রাণভরা অাদর ও সন্মান পান নাই। র্তাহার বাঙ্গল গ্রন্থগুলি মণিমুক্তার দরে বাঙ্গলায় বিক্রীত হয় নাই—কিন্তু কৰ্ম্ম-ভূমি ইংলণ্ড রমেশ্চন্দ্রের প্রতিভার যথেষ্ট সমাদর করিয়াছেন। রামবাগান দত্ত-পরিবারের রসময় দত্ত মহাশয়, ডেভিডসন কোম্পানীর বুককিপার ছিলেন। রসময় বাবু, সেকালের কোট-অব-রিকোয়েটস নামক বিচারালয়ে একজন বিচারক রূপে নিযুক্ত হইয়াছিলেন। তাহার পুত্র মি: ও, সি, দত্ত মহাশয়, কলিকাতা মিউনিসিপ্যালিটীর ভাইস-চেয়ারম্যান রূপে নিযুক্ত হন। তারপর ইনি মিউনিসিপ্যালিটীর কলেক্‌টারের কাজ করেন। ইহঁার ইংরাজী কবিতাগুলি সৰ্ব্বজন সমাদৃত। এই রামবাগান তি পরিবারেই, মিস, তরুদত্তের জন্ম হয়। বর্তমান যুগের লোক, ভরত" ফুলিঙ্গ গিয়াছে, কিন্তু ফ্ৰান্স ও ইংলও এখনও তাছাকে তুলিতে পারেন নাই ज़क्रवड ब्रांबदाश्रान मल-दएलब ८णादिकमण्डब्र कनिई कत्री । " &ங்