পাতা:কলিকাতা সেকালের ও একালের.djvu/৮৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুৰ্ব্বিংশ অধ্যায়। ન્ટક কলিকাতার বেঙ্গল, স্তাশাস্তাল, এমারেল্ড প্রভৃতি থিয়েটারে, খুব দক্ষতার হিত অভিনীত হইয়াছিল। সঙ্গীতের স্বর-যোজনায়, ইনি অদ্ভুত শক্তিসম্পন্ন। বাঙ্গাল সাহিত্যের স্থায় বৈকুণ্ঠনাথ ইংরাজী সাহিত্যেরও যথেষ্ট আলোচনা করিয়া থাকেন । ইহার স্তায় নিৰ্ভীক, স্পষ্টবাদী, ইংরাজী-ভাষায় মালোচক খুব কমই আছেন। বৈকুণ্ঠনাথ একদিকে যেমন বিদ্যাবান, অন্যদিকে তেমনি পরোপকারী, মুহৃদ-বৎসল, সদালাপী ও মিষ্টভাষী। ১৯০৫ খৃঃ অব্দে ইনি পেন্সন গ্রহণ করিয়া'এখনও কৰ্ম্মময় জগতে সুস্থ শরীরে বিচরণ করিতেছেন । , § কেশবচন্দ্র সেনের গলি । মহাত্মা কেশবচন্দ্র সেনের নাম হইতে এই গলির নামকরণ হইয়াছে। স্বৰ্গীয় কেশবচন্দ্র সেন, একজন অদ্বিতীয় বক্তা ও ধর্শ্ব-প্রচারক ছিলেন । ইষ্ঠারই চেষ্টায়, সাধারণ ব্রাহ্ম-সমাজ প্রতিষ্ঠিত হয় । তৎপরে ইনি নববিধান-সমাজের প্রাণ প্রতিষ্ঠা করেন । কুচবিহারের স্বর্গগত মহারাজ বাঙ্গদুয়ের সহিত, কেশব বাবু তাহার জ্যেষ্ঠ কন্যার বিবাহ দেন। বর্তমান কুচবিহীরাধিপতি, এই কঙ্কণর গর্ভজাত সন্তান ও কেশবচন্দ্র সেন মহাশয়ের দেীচিত্র। কেশবচন্দ্র সেনের ন্যায় অদ্বিতীয় ইংরাজী-বক্তা, এদেশে খুব কম জন্মিয়াছেন । কেশবচন্দ্র, দেওয়ান রামকমল সেনের পৌত্র। রামকমল সেন ১৮০০ খৃঃ অবে গরিফা হইতে কলিকাতায় আসিয়া বাস করেন। রামকমল সেন, সরকারী টাকশাল ও বেঙ্গল-ব্যাঙ্কের দেওয়ালী করিয়া প্রচুর বিত্তশালী হন। রামকমল সেনের বাট লর্ড কর্জন একটা ট্যাবলেট দ্বারা চিহ্নিত করিয়া দিয়াছেন। ১৮৮৪ খৃঃ অব্দে ৮ই জাকুয়ারী ব্ৰহ্মাননা কেশবচন্দ্র স্বর্গারোহণ করেন । বোসপাড়া লেন । এই বোসপাড়া-লেন, অতি পুরাতন পল্লী ও অনেক সন্ত্রাপ্ত কুলীনকায়স্থ এই পল্লীতে বাস করেন। প্রসিদ্ধ নাট্য-সম্রাট গিরিশচন্দ্র ঘোষ মহাশয়, এই বাগবাজার ৰক্ষ-পাড়াতেই জন্মগ্রহণ করেন। ইহার পিতার নাম-নীলকমল ঘোষ। পাঠশালাতে প্রতিভার আধার, গিরিশচক্সের প্রথম হাতে খড়ি। তার পর তিনি গৌরমোহন জান্সের স্থলে (বর্তমান ওরিএন্টাল সেমিনারি ) ও হেয়ারস্থলে ইংরাজী শিক্ষা করেন। "ৰ্বিপাক বশতঃ অর্থাৎ ১৯ বৎসর বয়সে মাতৃবিয়োগ ও ১৯