পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ ভাষার ইতিহাস । ११ তৎপরে হুগলি ও ঢাকাস্থ নৰ্ম্মাল বিদ্যালয় প্রভৃতি অনেকগুলি দেশহিতকর বিদ্যামন্দির প্রতিষ্ঠিত হয়। এতদ্ভিন্ন এক্ষণে বঙ্গদেশের নানা স্থানে কত শত বিদ্যালয় স্থাপিত হইয়াছে ও হইতেছে,তাহার নিশ্চয় করা অত্যন্ত সুকঠিন। (বাঙ্গালা সংবাদ পত্র) প্রায় ৫২ বৎসর অতীত হইল, বঙ্গদেশে বাঙ্গালা পত্রিকার প্রথম প্রচলন আরম্ভ হইয়াছে। বঙ্গদেশের শুভানুধ্যায়ী শ্রীরামপুরস্থ মিসনরিগণ ইহার প্রথম উদ্যোগী। ১৮১৮ খ ষ্টীয় অব্দের এপ্রেল মাসে পূর্ব কথিত ডাক্তর মাসমান সাহেব “দিদগশন’ নামক একখানি বাঙ্গাল মাসিক পত্র প্রকাশ করেন। তাহতে নানাবিধ হিতকর প্রবন্ধ ও ংবাদাদি লিখিত হইত, কিন্তু তাহ প্রথম ংখ্যা মুদ্রিত হইয়াই “সমাচার দর্পণ” নাম ধারণ করত সাপ্তাহিক নিয়মে প্রচার আরম্ভ হয়। ডাক্তার কেরি সাহেব এই পত্র প্রচারণ