পাতা:বঙ্গভাষার ইতিহাস.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট । సె(t কবি। হরিশ বাবু বহুকাল হইতে সাহিত্য-সংসারে গুঞ্জন করিতেছেন । ইহার দ্বারা অনেকগুলি প্রাচীন বাঙ্গাল কাব্য আবিষ্কৃত হইয়াছে। গদ্য পদ্য উভয়বিধ রচনায় ইহার বিশেষ ক্ষমতা দেখা যায় । ইনি বিধবা বঙ্গাঙ্গন, কীচকবধ কাব্য, রামায়ণ–অtfদকণগু, বীরবাক্যাবলী, সীতা-নির্বাসন কাব্য, কবিরহস্য, জণনকী নাটক, জয়দ্ৰথ নাটক, কবিকল্প ইত্যাদি পুস্তক সমূহ রচনা করিয়াছেন । পত্রিক সম্পাদন বিষয়ে ইলি বঙ্গদেশের পূর্বাঞ্চলে একজন প্রসিদ্ধ লোক। হিন্দুfচতৈষিণী, ঢাকাদপণ, হিন্দুরঞ্জিকা প্রভৃতি সংবাদপত্র ই হার দ্বারা সম্পাদিত হইত। এক্ষণে “মিত্র-প্রকাশ” নামক সাহিত্য-সমালোচক-পত্র সম্পাদন করিতেছেন । মান্যবর হরিমোহন গুপ্ত মহাশয় রামায়ণ, সন্ন্যাসীর উপাখ্যানাদি পুস্তক লিথিয় কবি-যশঃ লাভ করিয়াছেন। বাবু দ্বারকানাথ রায় প্রকৃতমুখ, কবিতাপাঠ, প্রকৃতিপ্রেম, রাসামৃত, সুশীল মন্ত্রী, মোহমুদার ও স্ত্রীশিক্ষা বিধানের প্রণেতা। তিনি “সুলভ-পত্রিকা” নাম্নী এক খানি নীতিগর্ভ পত্রিকার সম্পাদক ছিলেন। দ্বারকানাথ রায়ের গদ্য পদ্য উভয়বিধ রচনাই সরল। বিহরিলাল বাবু “অবোধবন্ধু” পত্রের সম্পাদক। সঙ্গীতশতক, বঙ্গসুন্দরী, নিসর্গ সন্দর্শন, প্রেম প্রবাহিনী, এবং বন্ধুবিয়োগ ই কণর উৎকৃষ্ট রচনাশক্তির পরিচয় দিতেছে। কলকাতা নর্মাল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্রযুক্ত