পাতা:রঙ্গমল্লী.djvu/১১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দৃষ্ট্রিহার » eፃ প্রথম অন্ধ র্তাকে কষ্ট......আমি বাপু দিইনি,......আমি কখনো কিছু বলিনি...... দ্বিতীয় অন্ধ আমিও না ; ঠাকুর যা বলেছেন বিন ওজরে তাই করিছি... তৃতীয় অন্ধ তিনি ঐ পাগলিটাব জন্তে জল আনতে যাচ্ছিলেন...যেতে যেতে মারা গেছেন । প্রথম অন্ধ এখন কি করা যায় ? আমব যাই কোথা ? তৃতীয় অন্ধ কুকুবটা কই ? প্রথম অন্ধ এই যে ; ও ঠাকুরেব মৃতদেহ ছেড়ে নড়তে চাইছে না । তৃতীয় অন্ধ টেনে তফাৎ কবে ফেল ! তাড়িয়ে দাও । তাড়িয়ে দাও ! প্রথম অন্ধ ও মড়া ছেড়ে নড়ছে ন । দ্বিতীয় অন্ধ আমরা মড়া কোলে করে কতক্ষণ বসে থাকুব ? এই অন্ধকারে এম্নি ক’রে মৰ্ব্ব নাকি ?