পাতা:লালন শাহ ও লালন গীতিকা.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লালন শাহ্ ও লালন-গীতিক। So অরুণ কিরণে হয় যেমন কমলিনীর প্রফুল্ল বদন, অতি অনন্তে দোহার প্রেম একান্তে লালন কয়, রসিকের তেমনি প্রেম ভবে।’ SR o o আমার মনেরে বুঝাই কিসে। ভব-যাতনা আমার জ্ঞান-চক্ষে আঁধার ঘিরলে রে যেমন রাহুতে এসে । যেমন বনে আগুন লাগে, সবাই তাহ দেখে আমার মন-আগুন কে দেখে মন কোঠা ফেঁসে । ১. “কমলিনী প্রফুল্প-বদন, সে যে লক্ষ যোজন অস্তে দোহার প্রেম, একাস্তে লালন কয়, রসিকের তেমনি প্রেম-ভাব ।” ( লা-গী, পৃঃ ১১০ ) লালনগীতিকায় অরুণ কিরণে হয় যেমন চরণাংশট নেই ।