পাতা:চারু ও হারু-প্রথম ভাগ.djvu/১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-दक्वि হারু বুধকে কত যত্ন করে, ভাল ভাল ঘাস খাওয়ায়, বুধীর সঙ্গে বাছুরটির কথা, আরও কত কথা বলে ! বঁাশ বনের উপর দিয়া ও কি ডাকিল ?— “বে কথা কও” “বে কথা কও”। বেী-কথা-কও পাখী ডাকিতে ডাকিতে উড়িয়া গেল, অমনি হারু তাহার স্বরে সুর মিলাইয়া ডাকিল, —“বে কথা কও, বে। কথা কও”। পাখীর স্বরে আর ছোট ছেলের মধুর সুরে নদীর পাড়টি ভরিয়া গেল । হারু বাপের সঙ্গে সঙ্গে ধানের ছোট অ্যাটিটি মাথায় করিয়া, বুধগাইকে আগে আগে নিয়া, সন্ধ্যার অাধারে বাড়ী আসে ।