পাতা:ত্রিদিববিজয় কাব্য.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ত্রিদিববিজয়।

রোধিতাম কর্ণপথ। দৈত্য সহ মিলি,
(হায় রে, উপায়হীন আশ্রিত সততই,
আশ্রয় বিমুখ যদি, কিম্বা উদাসীন)
দৈত্য সহ মিশি তেঁই জীবকুল যত,—
গ্রহ, উপগ্রহ, কিম্বা নক্ষত্রনিবাসী,—
সাধিলা এ বাদ এবে। কে জানিত কবে
অশরীরী, অস্ত্রহীন, জীবাত্মার দল
ঘটাইবে এ বিপদ। তা' হলে কি কভু
পর হস্তে ন্যস্ত করি সমস্ত বিবেক,
সঙ্গীত সুধার রসে নন্দনকাননে
থাকিতাম অচেতন? অসুর তারক
কভু ত্রাসিত বাসবে? তুচ্ছ তৃণখণ্ড
কভু আটে মহাদ্রুমে? কিন্তু কিসে দোষী,—
কিসে দোষী দাস, কহ, তোমার চরণে,
হা বিধাতঃ! ইন্দ্রের ইন্দ্রত্ব তুমি, কহ,
কোন হেতু ব্যাপিলা দিগন্ত জুড়ি? সৌর-
জগতের কেন্দ্র হ'তে পরিধির সীমা,
ব্যাপি ব্যোমদেব যথা অনন্ত বিস্তারে
বিরাজেন অনন্তাক্ষ, সহস্রাক্ষে, নাথ,
তেমতি বিশাল রাজ্য দিলা অযাচিত।
কিন্তু গুরুতর, দায়িত্ব বিশাল। কার
সাধা হেন রাজ্য রক্ষিবে নিয়মে? কেহ